উত্তরবঙ্গের বৃহৎ তাহেরপুর বড় মসজিদের আধুনিক অজু খানার শুভ উদ্বোধন করেন – মেয়র কালাম


মোস্তাফিজুর রহমান জীবন : উত্তরবঙ্গের সর্ববৃহৎ রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভার তাহেরপুর বড় মসজিদের আধুনিক অজুখানার শুভ উদ্বোধন করেন,তাহেরপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক,রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য,তাহেরপুর পৌরসভার তিন তিনবারের সফল মেয়র,অধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদ।
আজ ৫ মে শুক্রবার জুম্মার নামাজ আদায় শেষে তাহেরপুর পৌর সভার ১ নং ওয়ার্ডে অবস্থিত বড় মসজিদের আধুনিক অজুখান শুভ উদ্বোধন করা হয়েছে। তাহেরপুর বড় মসজিদের সভাপতি ও তাহেরপুর ফাজিল ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ সাইদুর রহমান এর সভাপতিত্বে,বড় মসজিদের জুম্মার খতিব শাহ হুসাইন মোহাম্মদ বুলবুল সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে মুসল্লিদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন,তাহেরপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক,রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী ( বাগমারা-৪) আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী,তিন তিনবারের সফল মেয়র,অধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদ।
মেয়র অধ্যক্ষ আবুল কালাম আজাদ বলেন, উত্তরবঙ্গের সর্ববৃহৎ এই মসজিদ তাহেরপুর পৌরসভায় অবস্থিত আপনারা জানেন এখানে একসঙ্গে প্রায় ৭ হাজার মুসল্লী জুম্মার নামাজ আদায় করেন। বিশেষ করে তাহেরপুর বাসী সহ তাহেরপুর হাটে যারা কেনা বেঁচা করার জন্য এসে থাকেন তারা সবাই এখানে জুম্মার নামাজ আদায় করেন।
তারা যেন আরামে অজু খানায় গিয়ে অজু করতে পারে মূলত এই জন্যই অনেক টাকা ব্যয় আধুনিক অজু খানা তৈরি করা হয়।
আপনারা সবাই পাশে থাকলে মসজিদটি সম্পূর্ণ আধুনিক হিসেবে তৈরি করতে সহজ হবে। আস্তে আস্তে পুরো মসজিদ শীতাতপ নিয়ন্ত্রিত করা হবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,তাহেরপুর পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবু বাক্কার মৃধা মুনসুর,তাহেরপুর ফাজিল ডিগ্রী মাদ্রাসার উপাধক্ষ আকরাম আলী,অধ্যক্ষ শহিদুজ্জামান মীর,তাহেরপুর পৌরসভার উপ- সহকারী প্রকৌশলী মোঃ মনিরুজ্জামান জনি সহ এলাকার ধর্মপ্রাণ মুসল্লি বিন্দ।