চলনবিল মিডিয়া প্রেসক্লাব পেল মার্সেলের টি-শার্ট উপহার

Link Copied!

আলিফ বিন রেজা : সিংড়া : মার্সেলের ইলেকট্রনিক্স এর পক্ষ হতে সৌজন্য উপহার টি-শার্ট চলনবিল মিডিয়া প্রেসক্লাব এর সকল সাংবাদিকদের কে তুলে দেন অত্র প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ।
সিংড়া মার্সেল ইলেকট্রনিক্স এর স্বত্বাধিকারী মো: নুর এ আলম হোসেন তার শোরুমের সৌজন্যে টি-শার্ট গুলি চলনবিল মিডিয়া প্রেসক্লাবের উদ্দেশ্য সভাপতি- আবু সাঈদ খানের হাতে উপহার তুলে দেন।
পরবর্তী কালে সেগুলো প্রেসক্লাবের সকলের মাঝে বিতরণ করে দেয়া হয়।
এসময়ে উপস্থিত ছিলেন, সহ সভাপতি ইব্রাহিম হোসেন, যুগ্ম সম্পাদক তীর্থ প্রতিম কুন্ডু,ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক আলিফ বিন রেজা,সদস্য আবু হানিফ, সদস্য হুময়ন কবির, ক্যামেরা সাংবাদিক বেলাল হোসেন প্রমুখ।