সিংড়ায় মার্সেল ফ্রিজ কিনে লক্ষ টাকার পণ্য পুরস্কার পেলেন দিনমজুর

Link Copied!

আলিফ বিন রেজা : সিংড়া : নাটোরের সিংড়ায় মার্সেল ফ্রিজ কিনে এক লক্ষ টাকার পণ্য পুরস্কার পেয়েছেন মো: জাহাঙ্গীর আলম নামের এক দিনমজুর। শনিবার (২৯ এপ্রিল) বিকেলে ৪টায় তার হাতে পুরস্কার সামগ্রী তুলে দেন মার্সেলের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর চিত্রনায়ক আমিন খান।
পুরস্কারপ্রাপ্ত জাহাঙ্গীর আলম সিংড়া উপজেলার ১২নং রামানন্দ খাজুরা ইউনিয়নের থাঐল চৌপুকুরিয়া গ্রামের আহাদ আলীর ছেলে।
নিয়ামত মটরস এর স্বত্বাধিকারী মাওলানা নুরে আলম জানান, সম্প্রতি দিনমজুর জাহাঙ্গীর আলম সিংড়া মার্সেল শো-রুম একমাত্র পরিবেশক নিয়ামত মটরস থেকে একটি ফ্রিজ কিনেন। প্রথম কিস্তিতে ৫ হাজার টাকা জমা দেন। সে একজন রেজিষ্ট্রেশন গ্রাহক হিসেবে ৫ হাজার টাকা জমা করে ১ লক্ষ টাকার মার্সেল পণ্য সামগ্রী পেলেন।