তিতাসে খালেদা জিয়ার প্রাক্তন এপিএস আব্দুল মতিন খানের উদ্যোগে বিএনপির ঈদ পুনর্মিলনী

ডেস্ক নিউজ
আপডেটঃ এপ্রিল ২৫, ২০২৩ | ১০:৫১ / প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার / 76 ভিউ
ডেস্ক নিউজ
আপডেটঃ এপ্রিল ২৫, ২০২৩ | ১০:৫১ প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার 76 ভিউ
Link Copied!

হালিম সৈকত, কুমিল্লা : পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে কুমিল্লা-২ হোমনা-তিতাস উপজেলা বিএনপির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার প্রাক্তন এপিএস-২ ও তারেক রহমানের একান্ত আস্থাভাজন ইঞ্জিনিয়ার আব্দুল মতিন খান।

মঙ্গলবার (২৫ এপ্রিল) তাহার নিজ বাড়ি তিতাস উপজেলার মাছিমপুরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে হোমনা-তিতাস উপজেলার বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে দলীয় নেতা-কর্মী ও আগত সাধারণ জনগণের জন্য ভুরিভোজের আয়োজন করা হয়।

এক প্রতিক্রিয়ায় ইঞ্জিনিয়ার আব্দুল মতিন খান বলেন, ‘এই আওয়ামী সরকারের সকল মামলা হামলা, বাধা ষড়যন্ত্র উপেক্ষা করে ইনশাল্লাহ তারেক রহমান দেশের মাটিতে ফিরে আসবেন এবং বাংলাদেশের সাধারণ মানুষকে আওয়ামী সরকারের নেতাকর্মীদের নির্যাতনের হাত থেকে
রক্ষা করবেন ও সাধারণ মানুষের সকল স্বপ্ন ও আশার প্রতিফলন ঘটাবেন। আপনারা আগামীতে দেশনায়ক তারেক রহমানের নির্দেশে রাজপথে সকল আন্দোলন সংগ্রামের মাধ্যমে সফলতা অর্জনের জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

বিজ্ঞাপন

এছাড়াও তিনি আরো বলেন, কুমিল্লা-২ হোমনা-তিতাস আসনের বার বার নির্বাচিত নেতা ও আমার নেতা মরহুম এমকে আনোয়ারকে অনুসরণ করে এই আসনে আমি জনগনের সেবকের মত কাজ করে যাচ্ছি। তিনি সবসময় তৃণমূল নেতাকর্মীদের কাছে যেতেন এবং ঈদে নেতাকর্মীদের নিয়ে ঈদ পুনর্মিলনী করতেন। তারই ধারাবাহিকতায় এই বছর থেকে এমকে আনোয়ার স্যারের পছন্দের ম্যানু দিয়ে আমি আয়োজন করেছি। ইনশাআল্লাহ এই ধারা অব্যাহত থাকবে এবং হোমনা-তিতাসে এমকে আনোয়ার স্যারের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার জন্য সেবক হিসেবে মাঠে কাজ করে যাচ্ছি। এসময় তিনি জনগনের সার্বিক সহযোগিতা কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন, তিতাস উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম জাদু মোল্লা, আহ্বায়ক কমিটির সদস্য মোঃ মনির হোসাইন,
সাবেক দপ্তর সম্পাদক এমদাদুল হক ফুল মিয়া, জুয়েল মোল্লা, সাবেক সহ সভাপতি রফিকুল ইসলাম, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক মোঃ এমরান সরকার, সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক রিপন হাসান নিপু, তিতাস উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ বিল্লাল হোসেন,
হোমনা পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, মাসুদুর রহমান রানা, কলাকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি গাজী মোহাম্মদ হানিফ,
বলরামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনু, মোঃ কামাল হোসেন, মোস্তফা সরকার,
নারান্দিয়া ইউনিয়ন শ্রমিকদলের সাবেক সভাপতি আব্দুল জলিল সরকার,
তিতাস উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল খান রাজ, নবীন দলের তিতাস উপজেলা শাখার সভাপতি জুয়েল খান, কলাকান্দি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক হাবিব সরকার, যুগ্ম আহ্বায়ক এমআই টিপু, কলাকান্দি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনিস সরকার, লিলু মিয়া মেম্বার, খালেক মেম্বার, কামাল হোসেন মেম্বার, রাজা মিয়া মেম্বার, জেবেল মেম্বার, মহসীন সরকার, জলিল সরকার, জাহাঙ্গীর সরকার, হোসেন সরকার, শহিদ সরকার, কাজি রবিউল খান মোবারক খান, বাবুল খান প্রমূখ।

শীর্ষ সংবাদ:
ডেঙ্গুতে ১৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১২৩ নীলফামারীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় দুই ক্লিনিককে জরিমানা বরগুনায় হৃদয় হত্যা মামলায় ১৬ কিশোরের বিভিন্ন মেয়াদে সাজা সরাইলে আইন-শৃঙ্খলা সভায় ৪ বিষয়ে উদ্বেগ ও শঙ্কা ! ধর্ষণ ও নিজ মেয়েকে নির্যাতনকারীকে গণধোলাই, থানায় মামলা মোল্লাহাটে বিশ্ব জলাতঙ্ক দিবস পালন নীলফামারীতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ নীলফামারীতে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির কর্মবিরতি পালনের ঘোষণা সিংড়ায় কৃষক গণ সমাবেশ পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা ও পরিষদের মাসিক সভা নাঙ্গলকোটে কলার হ্যান্ডওভার নগদ অর্থ ও খাদ্য সহয়তা বিতরণ পীরগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি ও জুয়াড়ীসহ ২০ জন গ্রেপ্তার দেলদুয়ারে মুক্তিযোদ্ধাদের সাথে নবাগত জেলা প্রশাসকের মত বিনিময় বিএনপির রোডমার্চের বহরে ‘কারাবন্দী খালেদা জিয়া’ রাজারহাট উপজেলার মাসিক আইনশৃংখলার সভা অনুষ্ঠিত শেরপুরে ৪ কঙ্কাল চোর গ্রেপ্তার কাউখালীতে নিজ অর্থায়নে রাস্তার সংস্কারের করে দিলেন মহারাজ শ্রীমঙ্গলে গাঁজাসহ গ্রেপ্তার ১ নোয়াখালী জেলা পরিষদের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান নোয়াখালীতে সাধারণ শিক্ষা ক্যাডারের সংবাদ সম্মেলন