চাঁপাইনবাবগঞ্জে এতিম শিশুদের নিয়ে ইফতার করলেন শহিদুল সরকার

Link Copied!

মোঃ অনিক দেওয়ান : স্টাফ রিপোর্টার : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার স্বরূপ নগর এলাকার সরকারি শিশু পরিবারের মাঝে ইফতার, রাতের খাবার ও নগদ অর্থ সহায়তা প্রদান করেন কেন্দ্রীয় যুবলীগের কার্যনির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার শহিদুল ইসলাম সরকার। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলার স্বরূপ নগর এলাকার সরকারি শিশু পরিবারের এতিম শিশুদের সাথে রাতের খাবার ও ইফতারি করেন। এছাড়াও প্রত্যেক শিশুদের মাঝে নগদ অর্থ সহায়তা করেন।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কেন্দ্রীয় যুবলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য চাঁপাইনবাবগঞ্জের কৃতি সন্তান ইঞ্জিনিয়ার শহিদুল ইসলাম সরকার। এসময় আরও উপস্থিত ছিলেন শহিদুল ইসলাম সরকারের সহধর্মিনী সুজিস্তা খান মিতু, চাঁপাইনবাবগঞ্জ পৌর সভার ৩ নং ওয়ার্ড কাউন্সিলর রাজু আহমেদ।