বাঘার আড়ানী পৌরসভায় ভিজিএফ এর ৩০৮১ পরিবারে চাল বিতরণ

Link Copied!

এম ইসলাম দিলদার : বাঘা প্রতিনিধি(রাজশাহী) : রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভায় বসবাসরত ৩০৮১ জন হত দরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে ১০ কেজি করে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে।
রবিবার (১৬ এপ্রিল) সকালে৷ ফুলমুন্নেছা স্কুল মাঠ প্রাঙ্গণে আড়ানী পৌরসভার মেয়র মোঃ মুক্তার আলী উপস্থিত থেকে ৯টি ওয়ার্ডের অসহায়, হত দরিদ্র মানুষের মাঝে এ ভিজিএফ এর চাউল বিতরণ করলেন।
জানাযায়, আড়ানী পৌরসভার উদ্যোগে এবং ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের বাস্তবায়নে ২০২২-২০২৩ অর্থবছরে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় আসন্ন পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে পৌরসভার ৯টি ওয়ার্ডের মোট ৩০৮১ জন অসহায়, হত দরিদ্র মানুষের মাঝে এ চাল বিতরণ করা হয়।
এসময় পৌরসভার সকল কাউন্সিলর, পৌর কর্মকর্তা বৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।