সিংড়ার বিভিন্ন স্থানে পুকুর কেটে মাটি বিক্রির মহোৎসব, নীরব ভূমিকায় প্রশাসন!

ডেস্ক নিউজ
আপডেটঃ এপ্রিল ১৫, ২০২৩ | ১:৪২ / প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার / 182 ভিউ
ডেস্ক নিউজ
আপডেটঃ এপ্রিল ১৫, ২০২৩ | ১:৪২ প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার 182 ভিউ
Link Copied!

আলিফ বিন রেজা : সিংড়া : নাটোরের সিংড়ায় বিভিন্ন স্থানে ফসলি জমি ও পুকুর সংস্কারের নামে মাটি কাটার হিড়িক পড়েছে। যথাযথ কর্তৃপক্ষের অনুমতি না নিয়েই একটি অসাধু চক্র প্রকাশ্যে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করছে এলাকার বিভিন্ন ব্যক্তির কাছে। এসব মাটি ট্রলি ও ট্রাকসহ বিভিন্ন গাড়িতে নিয়ে যাবার সময় সড়কে পড়ছে। আবার এস্কেভেটর (ভেকু) দিয়ে পুকুর খনন করে মাটি বিক্রি করা হলেও এ বিষয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। এতে স্থানীয় সড়ক নষ্ট হচ্ছে। আর প্রশাসনের নীরব ভূমিকায় ক্ষুব্ধ সাধারণ মানুষ।

শনিবার (১৫এপ্রিল) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার পৌরসভার দমদমা, রামানন্দ ইউপির বি -গলগিয়া ও চামারি ইউপির সেনাপুর বাহাদুর পুর গ্রামের মধ্যবর্তী মাঠ থেকে এস্কেভেটর মেশিন দিয়ে মাটি কেটে বিভিন্ন স্থানে বিক্রি করছেন। মাটি নিয়ে যাওয়ার কারণে আশপাশের ফসলি জমি ও সড়ক ক্ষতিগ্রস্ত হচ্ছে।

উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের জানানোর পর তারা পুকুর খনন বন্ধ করে দিলেও কিছুদিন পর মাটি ব্যবসায়ীরা আবার মাটি কাটা শুরু করেন।

বিজ্ঞাপন

এভাবেই ফসলি জমিতে পুকুর খনন আর মাটি বিক্রির উৎসব চলছে। অনেকে আবার দিনে মাটি না কেটে রাতের আঁধারে মাটি কেটে বিক্রি করছেন। কিন্তু প্রশাসনের নজরদারিতেও বন্ধ হচ্ছে না মাটি কাটা ও বিক্রির ব্যবসা।

এ বিষয়ে সিংড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল ইমরান বলেন পুকুর খনন বন্ধে অভিযান অব্যাহত রয়েছে।

তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা খাতুন বলেন, মাটি কাটার তো অনুমতি নেই। আমরা অভিযোগ পেলে অভিযান পরিচালনা করি। কখনও পুলিশ পাঠিয়ে বন্ধ করে দেয়া হয়। সমস্যা হলো কিছুদিন পর আবার শুরু করে। কিংবা একজনকে বন্ধ করলে অন্য জায়গায় অন্য কেউ মাটি কাটা শুরু করে। এখানে আরেকটি সমস্যা হলো মাটির দরকার, কিন্তু মাটি পাওয়া যাচ্ছে না। এমন অবস্থায় বেপরোয়াভাবে মানুষ মাটি কাটা ও বিক্রি করছে। আপনারা আমাদের তথ্য দেন, আমরা ব্যবস্থা নেব।

বিজ্ঞাপন

শীর্ষ সংবাদ:
মহেশপুরে সড়কে গরু,ছাগল উন্মুক্তভাবে চলাফেরা করায় বাড়ছে দূর্ঘটনা,হচ্ছে পঙ্গুত্ব নাটোর বগুড়া মহাসড়কে মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে একজনের মৃত্যু। সিলেটের পুরকায়স্থ পাড়ায় দশ তলা ভবনের সাইনবোর্ড আছে, টাওয়ার নেই নোয়াখালীতে ওয়ান শুটার গানসহ ২ তরুণ গ্রেফতার ঝিকরগাছায় আন্তঃজেলা চোর চক্রের ২ সদস্য আটক ঝিকরগাছায় ১০ পিচ স্বর্ণের বারসহ ২ জন আটক নোয়াখালীতে বিএনপির সমাবেশ ‘খালেদা জিয়ার কোনো দুর্ঘটনা ঘটে এর হিসাব কড়া-গন্ডায় সরকারকে দিতে হবে’ স্ত্রীর ওপর অভিমান করে প্রবাসীর আত্মহত্যা যমুনায় ৩ দফা পানি বেড়ে ৫ কোটি টাকার ফসল নষ্ট বাগাতিপাড়ায় বাদাম বিক্রেতা হত্যার ঘটনায় ৫ জন গ্রেপ্তার আউচপাড়ার সাহাপাড়া জামে মসজিদের ভিত্তি প্রস্থ্যর স্থাপনের উদ্বোধন করেন মেয়র কালাম টানা ৩ দিনের ছুটিতে কক্সবাজারে লাখো পর্যটক সমাগমের আশা বগুড়ায় ইজিবাইক ছিনতাই করে চালককে হত্যা : গ্রেপ্তার ৬ মহাদেবপুরে বজ্রপাতে আদিবাসী ২ নারী শ্রমিক নিহত তিন সন্তানকে নিয়ে মায়ের বিষপান, সন্তানদের মৃত্যু গুরুদাসপুরে কৃষককে শিকলবন্দি করে রাখা সেই সুদ ব্যবসায়ী গ্রেপ্তার শেখ হাসিনাকে আবার নির্বাচিত করার জন্য জাতি অপেক্ষা করছে : ড. সেলিম মাহমুদ রাজশাহী বিভাগে সাড়ে আট মাসে রেললাইনে ৮৪ জনের মৃত্যু পবার সাইরপুকুর ও ভিমেরডাইং গ্রামকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা মচমইল উচ্চ বিদ্যালয় এসএসসি-১৯৮৮ ব্যাচের মিলন মেলা