রামগড়ে নববর্ষকে বরণ করতে প্রশাসনের মঙ্গল শোভাযাত্রা


নিজেস্ব প্রতিবেদক : খাগড়াছড়ি : নববর্ষকে বরণ করতে খাগড়াছড়ির রামগড়ে মঙ্গল শোভাযাত্রা ও র্যালীসহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন। ত্রিপুরা ও মারমা সম্প্রদায় পৃথক পৃথক ভাবে তাদের স্ব স্ব জাতির সংস্কৃতি,ইতিহাস ঐতিহ্য তুলে ধরে বর্ষবরণের র্যালী করেছে।
বাংলা সন ১৪৩০ নতুন বছরকে স্বাগত জানিয়ে শুক্রবার(১৪ এপ্রিল) সকালে উপজেলা পরিষদের সামনে থেকে বিশাল শোভাযাত্রা বের হয়ে রামগড় বাজার ঘুরে পরিষদ চত্বরে এসে শেষ হয়। নববর্ষকে স্বাগত জানাতে র্যালীতে অংশ নেন রামগড় উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারি, উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতা আফরিন, রামগড় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ নাজিমুদ্দিন,পৌর মেয়র মোঃ রফিকুল আলম কামাল,রামগড় থানার ওসি( তদন্ত)মোহাম্মদ ফকরুল ইসলাম প্রমূখ । এছাড়াও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ব্যবসায়ী, সংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ,বাঙালী, ত্রিপুরা, মারমাসহ বিভিন্ন সম্প্রদায়ের নারী পুরুষ, শিশুরা ঐতিহ্যের পোশাকে শোভাযাত্রায় অংশ নেন। পরে সম্মেলন কক্ষে উপজেলা শিল্পকলা একাডেমি ও স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।