বদলগাছীতে বিএমডিএ’র সেচ কমিটির নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত টাকা আদায়।

ডেস্ক নিউজ
আপডেটঃ এপ্রিল ১৩, ২০২৩ | ৭:১৭ / প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার / 73 ভিউ
ডেস্ক নিউজ
আপডেটঃ এপ্রিল ১৩, ২০২৩ | ৭:১৭ প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার 73 ভিউ
Link Copied!

বদলগাছী (নওগাঁ)প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছী বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) গভীর নলকূপের অপারেটর ও ব্যক্তি মালিকানাধীন অপারেটরদের বিরুদ্ধে সেচ কমিটির নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত অর্থ আদায়সহ কৃষকদের নানাভাবে হয়রানি করার অভিযোগ উঠেছে। কর্তৃপক্ষের যথাযথ নজরদারির অভাবে প্রতি বছর গ্রীষ্ম মৌসুমে প্রাকৃতিক উৎস ও ভূগর্ভস্থ পানির সংকটের সুযোগ নিয়ে নলকূপ মালিকরা ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের দিনের পর দিন হয়রানি করে থাকে। এসব বিষয়ে কোনও কৃষক অভিযোগ করলে, সেচ যন্ত্রের অপারেটররা প্রভাবশালী হওয়ায় অভিযোগকারী কৃষকের বিরুদ্ধে হয়রানি আরো বেড়ে যায়। সরেজমিনে দেখা যায়, উপজেলার সব ইউনিয়নেই সেচ কমিটির নির্ধারিত অর্থের চেয়ে অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে। অতিরিক্ত অর্থ আদায়ে কৃষকদের সাথে অপারেটরদের ঝগড়া বিবাদ লেগেই থাকছে। এরপরও অপারেটররা প্রভাবশালী হওয়ায় অতিরিক্ত অর্থ প্রদানে বাধ্য হচ্ছেন অসহায় কৃষকরা।

উপজেলার বদলগাছী ইউনিয়নের পিন্ডিরা এলাকায় গিয়ে দেখা গেছে, একটি সেচযন্ত্রের আওতায় কৃষকের নিকট থেকে ১৪শ থেকে ১৬ শ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে প্রতি বিঘা হিসেবে। পিন্ডিরা মৌজার গভীর নল কূপের অপারেটর মিজানুর রহমান বলেন, সরকারি রেট ৯৯০ টাকা এটা দেখে আমাদের কোনও লাভ নেই। আমি বিঘা প্রতি ১৪০০-১৬০০টাকা নিচ্ছি। তিনি আরো জানান, আমার পাশের জিধিরপুর মৌজার ডিপ টিউবওয়েলের অপারেটর সেচের জন্য ২০০০ হাজার টাকা করে নিচ্ছে। উপজেলার সব ডিপ টিউবওয়েলর সেচ রেট এরকমই।

উল্লেখ্য, উপজেলা সেচ কমিটির সভায় বোরো মৌসুমে ব্যক্তিগত সেচযন্ত্রের মাধ্যমে উপজেলার বদলগাছী সদর ইউনিয়নে ৯৯০ টাকা, আধাইপুর ইউনিয়ন ১০৩০, মথুরাপুর ইউনিয়নে ১০০০, পাহাড়পুর ইউনিয়নে ১০৬০,মিঠাপুর ইউনিয়নে ১০৫০, কোলা ইউনিয়নে ১০৪০, বিলাসবাড়ী ইউনিয়নে ১০২০,বালুভরা ইউনিয়নে ১০৯০ টাকা বিঘা প্রতি নির্ধারণ করা হয়।
বদলগাছী উপজেলার কয়েকজন কৃষক অভিযোগ করে বলেন, গভীর নলকূপের কোনো অপারেটর বিঘা প্রতি ১৮০০ টাকা, আবার কোনো অপারেটর ১৬০০ টাকা, কোন অপারেট ২০০০ টাকা করে আদায় করছেন। অথচ উপজেলা সেচ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ৯৯০ টাকা থেকে সর্বোচ্চ ১০৯০ টাকা বিঘাপ্রতি সেচের পানির রেট নির্ধারণ করা হয়েছে। এছাড়া মৌসুমের শুরুতেই অগ্রিম ১ হাজার টাকা করে জমা দিতে হয়। তা না হলে সেচের পানি পেতে কৃষকেরা নানাভাবে হয়রানির শিকার হয়ে থাকেন।
উপজেলা পরিষদের চেয়ারম্যান শামছুল আলম খাঁন বলেন, বোরো মওসুম শুরুতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্যোগে মাইকে সেচের মূল্য প্রচার করলে সব কৃষকের জন্যই ভালো হতো।
কৃষকদের এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে বদলগাছী জোনের সহকারী প্রকৌশলী বলেন, আমাদের নিয়ম অনুযায়ী কৃষকেরা ঘন্টা চুক্তি পানি নিবেন আর প্রতি ঘন্টা পানি সেচের মূল্য নির্ধারন করা হয়েছে ১২৫ টাকা। ঘন্টা চুক্তি পানি সেচের সমস্যার কারণে প্রতিটি উপজেলায় কৃষকদের মাঝে নায্যমূল্যে সেচের পানি বন্টনের জন্য সেচ কমিটি করে দেওয়া আছে। ওই সব সেচ কমিটির ভূগর্ভস্থ পানির স্তর অনুযায়ী একেক এলাকার জন্য একেক ধরণের সেচ রেট নির্ধারণ করে দেন। গভীর নলকূপের অপারেটর ও মালিকেরা সেচ কমিটি নির্ধারিত রেটে কৃষকদের মাঝে সেচের পানি দেওয়ার কথা। কোনো অপারেটর কিংবা মালিক সেচ কমিটি নির্ধারিত রেটের চেয়ে বেশি টাকা নিয়ে থাকলে ওই সব এলাকার কৃষকেরা ডকুমেন্ট সহকারে অভিযোগ করলে তাদের বিরুদ্ধে তদন্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়।

বিজ্ঞাপন

বদলগাছী উপজেলা সেচ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আলপনা ইয়াসমিন বলেন, যদি কেউ সেচ কমিটির নির্ধারিত মূল্যের চেয়ে বেশী আদায় করে থাকেন তবে কৃষকদের নিকট থেকে অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে।

শীর্ষ সংবাদ:
মহেশপুরে সড়কে গরু,ছাগল উন্মুক্তভাবে চলাফেরা করায় বাড়ছে দূর্ঘটনা,হচ্ছে পঙ্গুত্ব নাটোর বগুড়া মহাসড়কে মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে একজনের মৃত্যু। সিলেটের পুরকায়স্থ পাড়ায় দশ তলা ভবনের সাইনবোর্ড আছে, টাওয়ার নেই নোয়াখালীতে ওয়ান শুটার গানসহ ২ তরুণ গ্রেফতার ঝিকরগাছায় আন্তঃজেলা চোর চক্রের ২ সদস্য আটক ঝিকরগাছায় ১০ পিচ স্বর্ণের বারসহ ২ জন আটক নোয়াখালীতে বিএনপির সমাবেশ ‘খালেদা জিয়ার কোনো দুর্ঘটনা ঘটে এর হিসাব কড়া-গন্ডায় সরকারকে দিতে হবে’ স্ত্রীর ওপর অভিমান করে প্রবাসীর আত্মহত্যা যমুনায় ৩ দফা পানি বেড়ে ৫ কোটি টাকার ফসল নষ্ট বাগাতিপাড়ায় বাদাম বিক্রেতা হত্যার ঘটনায় ৫ জন গ্রেপ্তার আউচপাড়ার সাহাপাড়া জামে মসজিদের ভিত্তি প্রস্থ্যর স্থাপনের উদ্বোধন করেন মেয়র কালাম টানা ৩ দিনের ছুটিতে কক্সবাজারে লাখো পর্যটক সমাগমের আশা বগুড়ায় ইজিবাইক ছিনতাই করে চালককে হত্যা : গ্রেপ্তার ৬ মহাদেবপুরে বজ্রপাতে আদিবাসী ২ নারী শ্রমিক নিহত তিন সন্তানকে নিয়ে মায়ের বিষপান, সন্তানদের মৃত্যু গুরুদাসপুরে কৃষককে শিকলবন্দি করে রাখা সেই সুদ ব্যবসায়ী গ্রেপ্তার শেখ হাসিনাকে আবার নির্বাচিত করার জন্য জাতি অপেক্ষা করছে : ড. সেলিম মাহমুদ রাজশাহী বিভাগে সাড়ে আট মাসে রেললাইনে ৮৪ জনের মৃত্যু পবার সাইরপুকুর ও ভিমেরডাইং গ্রামকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা মচমইল উচ্চ বিদ্যালয় এসএসসি-১৯৮৮ ব্যাচের মিলন মেলা