নাটোরের বড়াইগ্রামে বাসের ধাক্কায় প্রাণ গেল শিশুর


সাইফুর রহমান (রিপন) : নাটোর জেলা সংবাদদাতা : নাটোরের বড়াইগ্রামে বাসের ধাক্কায় শাওন (১১)নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় তৃষা খাতুন(৪) নামের আরেক শিশু আহত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুরে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া-পাবনা মহাসড়কের গড়মাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন বনপাড়া হাইওয়ে থানার কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান।নিহত শিশু শাওন উপজেলার একই গ্রামের সাইদুল ইসলামের ছেলে।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বড়াইগ্রাম উপজেলার গড়মাটি এলাকার সাইদুল ইসলামের ছেলে শাওন দোকান থেকে বিস্কুট কিনে নিয়ে চাচাতো বোনকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরছিল। এসময় রাস্তা পাড় হওয়ার সময় পাবনা থেকে ছেড়ে আসা গাইবান্ধাগামী যাত্রীবাহী মিতালী পরিবহন বাসটি ধাক্কা দিলে দুইজনই আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে বনপাড়া পাটোয়ারী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাওনকে মৃত ঘোষণা করেন।
বনপাড়া হাইওয়ে থানার ওসি হাবিবুর রহমান জানান, মিতালী পরিবহনের বাসটি জব্দ করে করা হয়েছে। চালক পলাতক রয়েছে।