সরিষাবাড়ীতে প্রতিভাবান শিশু অন্বেষণ ও পুরস্কার বিতরণ


নিজেস্ব প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়িতে এডিপিপি শহীদ স্মৃতি প্রতিভাবান শিশু অন্বেষণ প্রতিযোগিতা-২০২২ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (৮ এপ্রিল) সকাল ১১ টায় সরিষাবাড়ী শিল্পকলা একাডেমি হল রুমে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সরিষাবাড়ী প্রি-ক্যাডেট স্কুলের আয়োজনে এবং বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষনা পরিষদের সার্বিক সহযোগিতায় এই অনুষ্ঠান হয়।
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সভাপতি আবুল কালাম আজাদ বিএসসি অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সফল সভাপতি ও তেজগাঁও কলেজের সাবেক অধ্যক্ষ মো.আব্দুর রশিদ।
অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক হারুন-অর রশীদ, পৌর মেয়র মনির উদ্দিন, সরিষাবাড়ী কলেজের অধ্যক্ষ সরোয়ার জাহান, উপজেলা বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন বাবলু, পোগলদিঘা ইউনিয়ন এর সাবেক চেয়ারম্যান সামস উদ্দিন প্রমুখ।
পরে আলোচনা সভা শেষে ৫৫জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে ক্রেষ্ট ও পুরস্কার বিতরন করেন প্রধান অতিথি অধ্যক্ষ আঃ রশিদ।