নান্দাইলে স্বেচ্ছাসেবীদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত


মোঃ জাহাঙ্গীর আলম : নান্দাইল(ময়মনসিংহ)প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইল উপজেলায় সকল স্বেচ্ছাসেবীদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ভলান্টিয়ার্স টিম নান্দাইল কর্তৃক আয়োজিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নান্দাইল প্রেসক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল এবং অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আফতাব উদ্দিন ওয়েলফেয়ার ট্রাস্টের কো অর্ডিনেটর মাওলানা তারেক জামিল।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা সমাজসেবা অফিসার ইনসান আলী। এ সময় অনুষ্ঠানে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ মতামত পেশ করেন নান্দাইল ডিজিটাল প্রেসক্লাবের সভাপতি মো: জহিরুল ইসলাম লিটন, মডেল প্রেসক্লাবের সভাপতি আহসান কাদের ভূইয়া, সিনিয়র সাংবাদিক লেখক ও কলামিস্ট সাইদুর রহমান,নান্দাইল নরসুন্দা ব্লাড ডোনেট সোসাইটির সভাপতি জাকির হোসেন ভূইয়াসহ প্রমুখ।সভায় নান্দাইল উপজেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং বক্তারা সকল স্বেচ্ছাসেবী সংগঠনকে একই প্লাটফর্মে এসে কাজ করার আহব্বান জানান। সকল স্বেচ্ছাসেবী সংগঠনসহ দেশবাসীর মঙ্গল কামনায় মোনাজাত পরিচালনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।