নান্দাইলে বাড়ির সীমানাকে ক্রেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত -১


জাহাঙ্গীর আলম : প্রতিনিধি : নান্দাইলে বাড়ির সীমানা বিরোধের জেরে মাজিম উদ্দিন(৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪,মার্চ) দুপুর ২ টার দিকে বাড়ির সীমানা নিয়ে বিরোধ সৃষ্টি হয়। এসময় প্রতিপক্ষের হামলায় মাজিম উদ্দিন গুরুতর আহত হন। সন্ধ্যার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক)হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। উক্ত ঘটনায় আরও আহত হন মোমেনা,সবুজ,সুরুজ কবিল ও খাতুন্নেছা। ঘটনাটি ঘটেছে উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের উত্তর জাহাঙ্গীরপুর গ্রামে । নিহত মাজিম উদ্দিন একই গ্রামের মৃত ইসমাইল হোসেনের পুত্র।
পারিবারিক সূত্রে জানা গেছে- শুক্রবার দুপুরে দিকে উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের উত্তর জাহাঙ্গীরপুর দিগলাপড়া গ্রামে বাড়ির সীমানা নিয়ে মাজিম উদ্দিনের সাথে ঝগড়া হয় ভাগনে আব্দুর রাশিদ,আল-আমিন,কাদির মিয়ারগংদের সাথে। এক পর্যায়ে প্রতিপক্ষ ভাগনের কাঠের টুকরোর আঘাতে মাজিম উদ্দিন গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে আহত অবস্থায় নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন মৃত্যু হয়।
মৃত্যুর খবর শুনে আব্দুর রাশিদ,আল-আমিন,কাদির মিয়াগং বাড়ি থেকে পালিয়ে গেছে।
জাহাঙ্গীরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.কামাল উদ্দিন মন্ডল বলেন- মামা ভাগনের মধ্যে বাড়ির সীমানা নিয়ে মারামারি হয়েছিল। পরে হাসপাতালে মামা মাজিম উদ্দিন মারা গেছে বলে শুনেছি। লোকটি অনেক অনেক ভাল মানুষ ছিল।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ খুনের ঘটনা নিশ্চিত করেছেন।