বঙ্গবন্ধুর জন্মদিনে শিশুরা পেল উপহার


জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে নবজাতক শিশুদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও শুভ সংঘের আয়োজনে শুক্রবার (১৭মার্চ) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শিশু ওয়ার্ডে ভর্তিকৃত ১৫ জন নবজাতক শিশুদের মধ্যে উপহার সামগ্রি বিতরণ করেন সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন।
এসময় উপস্থিত ছিলেন-ময়মনসিংহ জেলা পরিষদের সদস্য মো . আবু বক্কর সিদ্দিক, নান্দাইল উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা জুয়েল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. মাহমুদুর রশিদ,আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ আকাইদ, মেডিকেল অফিসার ডাঃ মোঃ মঞ্জুরুল হক জুয়েল, ডাঃ মেহেদী হাসান, ডাঃ সোনিয়া আফরিন, ডাঃ শরিফুর রহমান, নার্স ইনচার্জ শিশির আক্তার, শুভ সংঘের নান্দাইল উপজেলা শাখার সভাপতি সোহাগ আকন্দ, সাধারণ সম্পাদক মুখলেছুর রহমান হৃদয়,সহ শুভ সংঘের সদস্যবৃন্দ, কালেরকন্ঠের আঞ্চলিক প্রতিনিধি আলম ফরাজি প্রমূখ।