ওহে মৃত্যু দাঁড়াও

Link Copied!

বহুদীর্ঘ এই আয়ুগুলোকে ছুড়ে ফেলব হতাশার ডাস্টবিনে
বড় কৌতুকময় এই বেঁচে থাকা
দিন ও রাত্রির গোলকে আমি এক খেলনা পিস্তল
গুলি করতে করতে আমি বড্ড ক্লান্ত।
এই বোরিং পৃথিবীর সব মানুষের গায়ে গণ্ডারের চামড়া
এখানে ক্ষতকাল—কতকাল যে ক্ষয়ে ক্ষয়ে দিন আসবে সুদিনের।