রাজশাহী বেতার শিল্পী মোবারক হোসেনের দাফন সম্পন্ন


বাংলাদেশ বেতার রাজশাহীর নিয়মিত পল্লীগীতি বিষয়ক কন্ঠ শিল্পী,ঈশ্বরদীর ঐতিহ্যবাহী সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠান সপ্তক সঙ্গীত বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক,বাঘইল স্কুল এন্ড কলেজর ৮২ ব্যাচের ছাত্র ও বাঘইল গ্রামের প্রয়াত নবীর উদ্দিন দরবেশের ছেলে মোবারক হোসেনের দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটায় বাঘইল ঈদগাহ ময়দানে জানাজা শেষে বাঘইল কেন্দ্রিয় কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়। মোবারক হোসেন ঢাকার শ্যামলী সিকেডি হাসপাতালে বুধবার রাত নয়টায় কিডনি ও নিউমোনিয়া রোগে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন (ইন্নালিলাহি —- রাজিউন)।
দীর্ঘদিন তিনি কিডনী জনিত রোগে ভুগছিলেন মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক মেয়ে সহ আত্নীয়স্বজন রেখে গেছেন। এদিকে মোবারক হোসেনের মৃত্যুতে বিএনপির কেন্দ্রিয় নেতা,পাবনা জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সর দারসহ সাংস্কৃতিক অঙ্গনের নেতাকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন।