ঘর পেয়ে হাসি ফুটেছে অসহায় নারী সাগরিকার

ডেস্ক নিউজ
আপডেটঃ নভেম্বর ১৭, ২০২২ | ৬:০৮ / প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার / 138 ভিউ
ডেস্ক নিউজ
আপডেটঃ নভেম্বর ১৭, ২০২২ | ৬:০৮ প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার 138 ভিউ
Link Copied!

কচুয়া সংবাদদাতা###

সাগরিকা বেগম। এক অসহায় নারী। কর্মহীন স্বামী ও সন্তানকে নিয়ে ভাঙ্গা একটি ছনের ঘরে দীর্ঘদিন কষ্টে জীবন যাপন করে আসছিলেন। কিছুটা জায়গা থাকা সত্ত্বেও সামর্থ্য ও অর্থ না থাকায় বৃষ্টিতে পরিবারের সদস্যদের নিয়ে কষ্টে বসবাস করে আসছিলেন তারা। নতুন একটি ঘর পেয়ে খুশিতে আত্মহারা হয়ে উঠেন সাগরিকা বেগম ও তার পরিবার। বলছিলাম চাঁদপুরের কচুয়া উপজেলার গুলবাহার মিয়াজী বাড়ির অধিবাসী অসহায় নারী সাগরিকা বেগমের কথা। একটু বৃষ্টি ও ঝড়ো বাতাস আসলে ওই গৃহে বসবাসের অযোগ্য হয়ে পড়ে। দীর্ঘদিন ভাঙ্গা ছনের ঘরে স্বামী ও সন্তান নিয়ে বসবাস করে আসছেন সাগরিকা বেগম। বৃদ্ধ কর্মহীন স্বামী সিএনজি চালক কবির হোসেন মিয়াজী বয়সের ভারে এখন আর তেমন একটা কাজ করতে কিংবা সিএনজি চালাতে পারে না। জীবনের সাথে যুদ্ধে করে অনেক কষ্টে জীবন অতিবাহিত করেন তারা। এমন অসহায়ত্বেও কথা শুনে পাশে দাড়াঁলেন জীবন চৌধুরী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বিশিষ্ট শিল্পপতি ফয়সাল চৌধুরী জীবন। সংবাদ পেয়ে ফয়সাল চৌধুরী জীবন ও ইউপি চেয়ারম্যান নূরে-ই আলম রিহাত সরেজমিনে ওই অসহায় পরিবারের বাড়িতে ছুটে যান। প্রতিশ্রুতি দেন, কিছুদিনের মধ্যে একটি নতুন গৃহ নির্মান করে দেয়ার। প্রতিশ্রুতি অনুযায়ী প্রায় আড়াই লক্ষ টাকা ব্যয়ে একটি টিনের ঘর নির্মান করে দেয়া হয় সাগরিকা বেগম ও তার পরিবারকে। ঘর পেয়ে খুশিতে আত্মহারা হয়ে পড়েন ওই অসহায় পরিবারটি। অসহায় নারী সাগরিকা বেগম জানান, আমার এক ছেলে ও স্বামী নিয়ে দীর্ঘদিন একটি ভাঙ্গা ঘরে বসবাস করছিলাম। স্বামী বৃদ্ধ ও ছেলে কর্মহীন হওয়ায় ঘর করার সামর্থ্য ছিলো না আমাদের। এ সংবাদ পেয়ে গুলবাহার গ্রামের অধিবাসী ফয়সাল চৌধুরী জীবন আমাদের একটি ঘর নির্মান করে দেন। আমরা খুবই খুশি এবং তার প্রতি অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। স্থানীয় ইউপি চেয়ারম্যান নূরে-ই আলম রিহাত জানান, আমাদের গ্রামের মধ্যে ওই পরিবারটি খুবই অসহায় একটি পরিবার। চৌধুরী ফাউন্ডেশনের চেয়ারম্যান ফয়সাল চৌধুরী জীবন ওই অসহায় নারীকে ব্যক্তিগত অর্থায়নে সুন্দর একটি ঘর নির্মান করে দেন। এভাবে তিনি প্রায় অর্ধশতাধিক গরীব ও অসহায়দের বসতঘর নির্মান করে দিয়েছেন।

বিজ্ঞাপন

শীর্ষ সংবাদ:
ডেঙ্গু নিয়ে হাসপাতালে আরও ৬০৫, মৃত্যু ১ নির্বাচন কমিশনের সিদ্ধান্তে আ.লীগের আস্থা আছে: ওবায়দুল কাদের মুঠোফোনে ডেকে নিয়ে তরুণীকে গণধর্ষণ, প্রেমিকসহ গ্রেপ্তার ২ ঝিকরগাছায় অস্ত্রসহ চা দোকানী গ্রেফতার রাণীনগরে সাততারা সমিতির বার্ষিক সাধারণ সভা কোম্পানীগঞ্জে মোটরসাইকেল চাপায় বৃদ্ধের মৃত্যু, আহত ২ কোম্পানীগঞ্জে দেশীয় অস্ত্র নিয়ে দোকানে হামলা, ভিডিও ভাইরাল ভয়ে শুরু হয় আজান, নোয়াখালীতে ভূমিকম্পে ২ ভবনে ফাটল ভূমিকম্পের আতঙ্কে দোতলা থেকে লাফিয়ে ২ মাদ্রাসা শিক্ষথী আহত প্রতিমন্ত্রী পলকের আসনে নির্বাচনী প্রতিদন্দী প্রার্থী-১২ জন দ্বাদশ জাতীয় সংসদ: প্রধানমন্ত্রীর লক্ষ্য সুন্দর নির্বাচন পার্বত্যাঞ্চলে দেশের উঁচু সড়ক নির্মাণের কীর্তি ঋণ-আমানতের সুদহারে সীমা প্রত্যাহার ভূমিসেবা মনিটরিংয়ের দায়িত্ব পেলেন ১৯ কর্মকর্তা নতুন ব্যয়ে কঠোর বিধিনিষেধ তৃণমূল বিএনপির ২৩০ আসনে প্রার্থী ঘোষণা ‘স্বতন্ত্র প্রার্থী’ নিয়ে আওয়ামী লীগের কৌশল, শেষ মুহূর্তে লাগাম জ্বালানি তেলের উচ্চদামে বিপিসির কর-পূর্ববর্তী মুনাফা ৬২৯৬ কোটি রিটার্ন জমার সময় দুই মাস বাড়িয়েছে এনবিআর ডলারের দাম আরও কমলো