বাঁধনের ২৫ বছর পূর্তি উপলক্ষে কেন্দ্রীয় পরিষদের আয়োজনে শিক্ষার্থীদের মাঝে ‘শিক্ষা উপকরণ’বিতরণ


স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন ” বাঁধন”-এর ২৫ বছর পূর্তি উপলক্ষে কেন্দ্রীয় পরিষদ ও বাঁধন ফাউন্ডেশনের আয়োজনে শিক্ষার্থীদের মাঝে ‘শিক্ষা উপকরণ’ বিতরণ করা হয়।
আজ বুধবার সকাল ১১টায় নগরীর রেশমপট্টিস্থ রাজশাহী মহিলা ফাজিল মাদ্রাসায় এই বিতরণ কর্মসূচি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ মোসাঃ আয়শা।
প্রধান অতিথি ছিলেন রাজশাহী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর হাবিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী কলেজের বর্তমান অধ্যক্ষ মো: আব্দুল খালেক,সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট গোলাম সারওয়ার এবং জনতা ব্যাংক,রাজশাহীর প্রিন্সিপ্যাল অফিসার দিলরুবা লাকি।
বক্তব্য রাখেন ছাত্র উপদেষ্টা মামুনুর রশিদসহ বাঁধন,রাজশাহী জোনাল পরিষদের সভাপতি মেহেদী হাসান রিপন,সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রমুখ।
এই কর্মসূচিতে মাদ্রাসার ৫০জন ছাত্রীকে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।আগামীকাল বুধবার গোদাগাড়ীর বাবুডাইং আদিবাসী আলোর পাঠশালায় এক অনুষ্ঠানের মাধ্যমে আরো ৫০ জন শিক্ষার্থীকে “শিক্ষা উপকরণ” বিতরণ করা হবে বলে মেহেদী হাসান জানান।
আগামী ২৪ অক্টোবর রাজশাহী কলেজে বাঁধনের একটি বড় ধরনের অনষ্ঠান হবে বলেও তিনি জানান।