তাহেরপুরে দূর্গাপুজা’র উৎপত্তিস্থল মন্দির পরিদর্শনে জেলা প্রশাসক

মিজানুর রহমান,বাগমারা,রাজশাহী প্রতিনিধি
আপডেটঃ অক্টোবর ৫, ২০২২ | ১২:৫০ / প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার / 175 ভিউ
মিজানুর রহমান,বাগমারা,রাজশাহী প্রতিনিধি
আপডেটঃ অক্টোবর ৫, ২০২২ | ১২:৫০ প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার 175 ভিউ
Link Copied!

চলছে শারদীয় দুর্গোৎসব, কিন্ত এই দুর্গাপূজা পালিত হবার আদি ইতিহাস অনেকেই জানেনা। এমনকি হিন্দু ধর্মের লোকজনও জানেনা কবে, কোথায়,কখন থেকে শুরু হয় দুর্গাপূজ?
মহাষষ্ঠীর সকালে ঢাকি সুকেশ স্যানাল ঢাকে কাঠির বাড়ি দিয়েই যাচ্ছেন। পূজার জোগালি কানাই হালদার, আর পুরোহিত গোপাল চক্রবর্তী এটা-ওটা গোছাতে ভীষণ ব্যন্ত। কথা বলতে চাইলে করজোড় করে পুরোহিত বললেন, ‘এখন পারব না যে দাদা। ষষ্ঠী কল্পরাম্ভের বেলা বয়ে যাচ্ছে। এখনই পুজো করতে হবে।

যে মণ্ডপ নিয়ে কথা, সেটির নাম শ্রীশ্রী গোবিন্দ ও দুর্গামাতা মন্দির। রাজশাহী জেলার বাগমারা উপজেলার তাহেরপুরে এই মন্দির। এটি এখন বাগমারার একটি পৌর এলাকা। রাজশাহী জেলা সদর থেকে ৪৮ কিলোমিটার দূরের এই তাহেরপুরের আদিনাম ছিল ‘তাহিরপুর’। আজ থেকে ৫৪০ বছর আগে এখান থেকেই সর্বজনীন শারদীয় দুর্গোৎসবের শুরু বলে ধারণা করা হয়। সে আমলে রাজা কংস নারায়ণ রায় সাড়ে ৮ লাখ টাকা খরচ করে রাজবাড়িতে ওই আয়োজন করেছিলেন। এখনকার আমলে ওই টাকার পরিমাণ ৩০০ কোটিরও বেশি। একবার দুর্গোৎসবের আয়োজনে কোনো মম্যাপে টাকা খরচ আর হয়েছে বলে জানা যায়নি। সম্রাট আকবরের আমলে বাংলার ‘বারো ভূঁইয়া’-এর এক ভূঁইয়া রাজা কংসনারায়ণ রায় ব্যয় করেছিলেন এ অর্থ।

মহাসমারোহে হলো দুর্গোৎসব। ষোলো শতকের সে উৎসবে ব্যয় হয় প্রায় সাড়ে ৮ লাখ, মতান্তরে ৯ লাখ টাকা। বিরাট ওই উৎসব হয়েছিল রামরামা গ্রামের দুর্গামন্দিরে। দূর-দূরান্ত থেকে মানুষ এসে দেখে গেল এই উৎসব। রাজা কংসনারায়ণের প্রপৌত্র (চতুর্থ পুরুষ) লক্ষ্মী নারায়ণের সময় সুবেদার শাহ সুজার সৈন্যদল বারণই নদের পূর্ব তীরে রামরামা গ্রামের রাজা কংসনারায়ণের প্রসাদটি ধ্বংস করে দেয়।

বিজ্ঞাপন

বুধবার সন্ধ্যা ৭ টার সময় শ্রী শ্রী গোবিন্দ মাতার মন্দির পরিদর্শন আসেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার। এসময়ে অতিথি দের ফুলের ডালা দিয়ে বরন করে নেওয়া হয়।
মন্দির পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন,
রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল, পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদা খানম, দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল রানা, বাগমারা উপজেলার ভূমি কর্মকর্তা মাহমুদুল হাসান, তাহেরপুর পৌরসভা’র মেয়র অধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদ, বাগমারা থানার অফিসার ইনচার্জ রবিউল ইসলাম , দুর্গাপুর থানা অফিসার ইনচার্জ নাজমুল ইসলাম, তাহেরপুর পুলিশ ফাঁড়ি আইসি জিলালুর রহমান সহ হিন্দু, বৌদ্ধ্য, খৃস্টান ঐক্য পরিষদের ব্যাক্তিগন সহ পুলিশ আনসার সদস্য প্রমুখ।।

শীর্ষ সংবাদ:
ডেঙ্গুতে ১৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১২৩ নীলফামারীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় দুই ক্লিনিককে জরিমানা বরগুনায় হৃদয় হত্যা মামলায় ১৬ কিশোরের বিভিন্ন মেয়াদে সাজা সরাইলে আইন-শৃঙ্খলা সভায় ৪ বিষয়ে উদ্বেগ ও শঙ্কা ! ধর্ষণ ও নিজ মেয়েকে নির্যাতনকারীকে গণধোলাই, থানায় মামলা মোল্লাহাটে বিশ্ব জলাতঙ্ক দিবস পালন নীলফামারীতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ নীলফামারীতে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির কর্মবিরতি পালনের ঘোষণা সিংড়ায় কৃষক গণ সমাবেশ পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা ও পরিষদের মাসিক সভা নাঙ্গলকোটে কলার হ্যান্ডওভার নগদ অর্থ ও খাদ্য সহয়তা বিতরণ পীরগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি ও জুয়াড়ীসহ ২০ জন গ্রেপ্তার দেলদুয়ারে মুক্তিযোদ্ধাদের সাথে নবাগত জেলা প্রশাসকের মত বিনিময় বিএনপির রোডমার্চের বহরে ‘কারাবন্দী খালেদা জিয়া’ রাজারহাট উপজেলার মাসিক আইনশৃংখলার সভা অনুষ্ঠিত শেরপুরে ৪ কঙ্কাল চোর গ্রেপ্তার কাউখালীতে নিজ অর্থায়নে রাস্তার সংস্কারের করে দিলেন মহারাজ শ্রীমঙ্গলে গাঁজাসহ গ্রেপ্তার ১ নোয়াখালী জেলা পরিষদের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান নোয়াখালীতে সাধারণ শিক্ষা ক্যাডারের সংবাদ সম্মেলন