তিতাস উপজেলা আ’লীগ তিতাসের বিভিন্ন দূর্গা পূজামন্ডপ পরিদর্শন করেন


কুমিল্লায় তিতাস উপজেলা আ’লীগ তিতাসের বিভিন্ন দূর্গা পূজামন্ডপ পরিদর্শন করেছেন।
আজ ৩ অক্টোবর মঙ্গলবার রাতে
তিতাস উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ পারভেজ হোসেন সরকারের নির্দেশনা মোতাবেক তারা তিতাস উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন। এ সময় তারা বলরামপুর ইউনিয়নের দূর্গাপুরে অবস্থিত রামানন্দ গোস্বামী আশ্রমের পূজা মন্ডপ, গাজীপুর খান স্কুল এন্ড কলেজের প্রফেসর দিলীপ রায়ের পূজামন্ডপ ও কলাকান্দি ইউনিয়নের মাছিমপুরে অবস্থিত রাধামাধব মন্দিরের পূজামন্ডপ পরিদর্শন করেন এবং কোন সমস্যা আছে কিনা খোঁজ খবর নেন। পরিদর্শনকারী দলের নেতৃত্বে ছিলেন, তিতাস উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসীন ভূইয়া। আরও উপস্থিত ছিলেন তিতাস উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ফরহাদ আহমদ ফকির, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ ফরিদা ইয়াসমিন, বলরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নূর নবী, তিতাস উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন সাদ্দাম, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম প্রমূখ।
এসময় তারা পারভেজ হোসেন সরকারের শুভেচ্ছা ও অভিনন্দন বার্তা সংশ্লিষ্ট পূজা কমিটির নেতৃবৃন্দকে জানিয়ে দেন।