৩০ লক্ষ টাকার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার


ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর রামপুরে সোমবার গভীর রাতে অভিযান চালিয়ে ৬ হাজার ১০৫ ইয়াবাসহ নূরুল ইসলাম নামে এক যুবককে৷ গ্রেপ্তার করেছে র্যাব।
উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৩০ লাখ ৫২ হাজার ৫০০ টাকা। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত মিনি ট্রাক জব্দ করা হয়। গ্রেপ্তার নূরুল ইসলাম কক্সবাজার জেলার টেকনাফ থানার রঙ্গিখালী গ্রামের সোনা মিয়ার ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে নূরুল জানায়, সে দীর্ঘদিন যাবৎ ড্রাইভিং পেশার আড়ালে সুকৌশলে ইয়াবা কক্সবাজার এলাকা থেকে স্বল্পমূল্যে সংগ্রহ করে পরবর্তীতে ফেনী, কুমিল্লা ও ঢাকাসহ পার্শ্ববর্তী জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের কাছে অধিক মূল্যে বিক্রয় করে আসছে।
ফেনীস্থ র্যাবের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলাম জানান, গ্রেপ্তার নূরুল ও উদ্ধারকৃত মাদক আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
##