সিংড়ায় হাই-টেক পার্ক এবং সিনেপ্লেক্স ও ডরমেটরি ভবন-এর ভিত্তিপ্রস্তরস্থাপন

Link Copied!

জেলা পর্যায়ে হাই-টেক পার্ক স্থাপন প্রকল্পের আওতায় নাটোরের সিংড়ায় হাই-টেক পার্ক এবং সিনেপ্লেক্স ও ডরমেটরি ভবন-এর ভিত্তিপ্রস্তরস্থাপনের শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার সকাল ১১ টায় ভিত্তিপ্রস্তরস্থাপনের শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনের পর দুপুর ১২ টায় উপজেলা পরিষদ হলরুমে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব জনাব এন এম জিয়াউল আলম পিএএ এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, অনুষ্ঠানের প্রধান অতিথি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি। সন্মানিত অতিথি হিসাবে বক্তব্য দেন, বাংলাদেশ-এ ভারতের হাইকমিশনার বিক্রম কে দোরাইস্বামী, এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, নাটোর জেলা প্রশাসক মোঃ শামীম হোসেন, পুলিশ সুপার লিটন কুমার সাহা প্রমূখ।