সিংড়ায় চলনবিল মিডিয়া প্রেস ক্লাবের ২য় বর্ষপূর্তি পালিত


সত্য ও ন্যায়ের পক্ষে – স্লোগানকে ধারণ করে পালিত হলো চলনবিল মিডিয়া প্রেস ক্লাবের ২য় বর্ষপূর্তি। এ আয়োজনের অংশ হিসেবে মঙ্গলবার বিকাল ৫ টা ৩০ মিনিটে ঘরোয়া আয়োজনের মধ্য দিয়ে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধক অত্র প্রতিষ্ঠানের সভাপতি আবু সাঈদ খান এর উপস্থিতিতে দপ্তর সম্পাদক আমিনুল হক এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন চলনবিল মিডিয়া প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সহ-সভাপতি ইব্রাহিম হোসেন, সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক তীর্থ প্রতীম কুন্ড, সাংগঠনিক সম্পাদক শাহিন আলম, অর্থ সম্পাদক সুইট আলী, প্রচার সম্পাদক বুলবুল হোসেন, সদস্য আলিফ বিন রেজা, মস্তফা হোসেন, আলমঙ্গীর হোসেন, নাজমুল হোসেন সহ প্রেস ক্লাবের সকল সদস্যবৃন্দ। উল্লেখ্য, চলনবিল মিডিয়া প্রেস ক্লাব প্রতিষ্ঠিত হয় ২০২০ সালের ১৩ই সেপ্টেম্বর।