সিংড়ায় আউশ মৌসুমের নতুন জাতের ব্রিধান ৯৮ ফসল কর্তন


সিংড়ায় আউশ মৌসুমের নতুন জাতের ব্রিধান ৯৮ কর্তন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টায় ৩নং ইটালি ইউনিয়ন এর রাতাল গ্রামে কৃষক মো: আরিফ এর জমিতে নতুন অবমুক্ত ব্রিধান ৯৮ কর্তন করা হয়।
উপজেলায় র্দীঘদিন ধরে আউশ ধনের চাষ করে তেমন সফলতা না পেলেও এবার সফলতার মুখ দেখছেন কৃষকরা। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের সহযোগীতায় ব্রি ধান ৯৮ জাতের ধান করে সফল সিংড়ার অনেকেই।
কৃষকরা বলছেন নতুন এ জাতের ব্রিধান ধানের চাষে কম সময় লাগে। অন্যদিকে ক্ষেতে তেমন একটা রোগ, পোকামাকড়ের আক্রমণ নেই। আর খুব কম খরচে অধিক ফসল ঘরে তুলতে পারছেন তারা।
এ জাতের ধানের চাল লম্বা,চিকন,রঙ সোনালী ভাত ঝরঝরে। অনান্য জাতের চেয়ে এটির ফলন বেশি হয় বলে দাবি করছেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সেলিম রেজা।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত কৃষি অফিসার, কৃষি সম্প্রসারণ অফিসার, এসএএও, সহ স্হানীয় কৃষকগন।
##