সাংবাদিকের নামে মিথ্যা মামলা ও বাল্য বিবাহ দেওয়া সেই ভুয়া কাজী আটক 

জহিরুল ইসলাম, যশোর প্রতিনিধি
আপডেটঃ ১৬ মার্চ, ২০২৩ | ৯:৫৯ 26 ভিউ
জহিরুল ইসলাম, যশোর প্রতিনিধি
আপডেটঃ ১৬ মার্চ, ২০২৩ | ৯:৫৯ 26 ভিউ
Link Copied!
যশোর জেলার সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের আলোচিত ভুয়া কাজী সরকারি আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে স্থানীয় কিছু প্রভাবশালীকে ম্যানেজ করে একাধিক বাল্যবিবাহ পড়ানোর ঘটনায় পুলিশ অভিযুক্ত হাফেজ মাওলানা শহিদুল ইসলামকে (৫০) গ্রেফতার করেছে। যশোর কোতোয়ালি থানা পুলিশ তাকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে।
তিনি সদর উপজেলার কাশিমপুর গ্রামের মোল্লাপাড়ার মৃত মানিক মোল্লার ছেলে। এরআগে তিনি এক সাংবাদিককে হাত-পা ভেঙে ও কেটে প্রাণনাশের হুমকি দেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়-শহিদুল ইসলাম কাশিমপুর ইউনিয়নের রেজিস্টার কাজী আব্দুল্ হাই সিদ্দিকী র সহকারী কাজী পরিচয় দিয়ে অধিকাংশ বাল্য বিয়ের কাজ করেন। শহিদুল ইসলামের বিরুদ্ধে মোটা অংকের টাকা নিয়ে একাধিক বাল্যবিয়ে পড়ানো ও ভুয়া কাবিননামা দেয়ার অভিযোগ রয়েছে।

তবে তিনি কাবিননামা দেয়ার অভিযোগ অস্বীকার করেছেন। তবে স্থানীয়দের দাবি এই ভুয়া কাজী অসংখ্য বাল্যবিয়ে পড়িয়ে হাতিয়েছেন লাখ লাখ টাকা।

বিজ্ঞাপন

এক ১৩ বছরের কিশোরী অঞ্জলিকে ২০২০ সালের ১৬ মে বিয়ে দেন। বিষয়টি ফাঁস হয়ে পড়লে মামলাটির বাদিসহ তিন সাংবাদিক ও মানবাধিকার কর্মী সংবাদ সংগ্রহে ওই এলাকায় যান। ওই সময় অভিযুক্ত মাও. শহিদুল ইসলাম তার পোষ্য সন্ত্রাসী বাহিনী দিয়ে তাদের ওপর হামলা করে।

তখন সাংবাদিক ও মানবাধিকার কর্মীরা ৯৯৯-এ কল করলে পুলিশ এসে সাংবাদিকদের উদ্ধার করেন কিন্তু শহিদুল ইসলাম দালালচক্রের মাধ্যমে প্রচার দেয় তার কাছে সাংবাদিকরা চাঁদা দাবি করেন। যারপ্রেক্ষিতে স্থানীয়রা হামলা করে। পরে শহিদুল ইসলাম তার ব্যবহৃত মোবাইল ফোন দিয়ে মামলার বাদিকে মারপিট খুন জখমসহ প্রাণনাশের হুমকি দেন। এঘটনায় যশোর কোতয়ালী থানায় একটি জিডি হয়।

এ বিষয়ে কোতয়ালী থানার এসআই মিজান জানান-আসামি শহিদুল ইসলামের বিরুদ্ধে কোর্টের একটি ওয়ারেন্ট ছিল। ওয়ারেন্টভুক্ত আসামির পিতার নাম ভুল থাকায় তিনি প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছিলেন। পরে উদ্বর্তন কর্মকর্তাদের সাথে আলোচনা করে ও কাগজপত্র যাচাই-বাছাই শেষে মঙ্গলবার শহিদুল ইসলামককে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়।

বিজ্ঞাপন

শীর্ষ সংবাদ:
বঙ্গবন্ধুর ম্যুরাল ও শহীদ কামারুজ্জামানের সমাধিতে ভারতীয় অতিথিদের শ্রদ্ধাঞ্জলি অর্পণ! জয়পুরহাটে তাজপুর উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠিত জয়পুরহাটে ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষণা বদলগাছীতে ৫৪ তম পাহাড়পুর আদিবাসী স্কুলে দুই দিন ব্যাপী ক্রিড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত রাধানগর ইউনিয়ন যুবলীগের ওয়ার্ড ত্রি-বার্ষিক সম্মেলন সভা অনুষ্ঠিত রাণীনগরে ইউনিয়ন আওয়ামীলীগ ও ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত রাজশাহী ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রয়াত বেলাল হোসেন চতুর্থতম মৃত্যুবার্ষিকী রাজশাহীতে আশার তিনদিন ব্যাপী ফিজিওথেরাপী ক্যাম্প শুরু! সিংড়ায় সারাদিন ব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী অনুষ্ঠিত সাংবাদিক পুত্র-মুগ্ধর জন্মদিন আজ! রাবি শিক্ষার্থীকে শ্লীলতাহানী ও ছিনতাই-এর ঘটনায় গ্রেফতার ৩! রাজশাহীতে ছয় ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভোক্তা অধিদপ্তর! রাজশাহী চিড়িয়াখানায় আবারো ডিম দিয়েছে প্রায় বিলুপ্ত প্রজাতির সেই ঘড়িয়াল! রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক সানশাইন পত্রিকার তিন যুগপূর্তি! বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্ম বার্ষিকীর আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ভূয়া সনদের বাংলাদেশ প্রতিদিন ও ডিবিসি নিউজে চাকুরী ঠাকুরগাঁওয়ে ক্ষেতমজুর সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী পালন সেনাবাহিনীর ভূয়া নিয়োগপত্র দিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার মূলহোতা আটক। ডিমলায় এস,এস,সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও নবীনদের বরণ তিতাসে কর্মী সমাবেশ ও জাতীয় পার্টিতে যোগদান অনুষ্ঠান