সতীহাটে প্রতি শুক্রবার নানা সামগ্রী ব্যবসায়ীদের দোকান বন্ধে ওসির সঙ্গে মতবিনিময়


নওগাঁর মান্দা উপজেলার সতীহাটে থেকে রাত ১০ টা পর্যন্ত সকল প্রকার ইলেকট্রিক-ইলেক্ট্রনিক্স ও টেলিকম ব্যাবসায়ীদের দোকান এবং টেকনিশিয়ানের কার্যক্রম বন্ধ ঘোষনা করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সতীহাট বাসট্যান্ডে নারায়ণ ম্যানশনের মাষ্টার ট্রেডার্সে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে সতীহাট ইলেকট্রিক ও ইলেক্ট্রনিক্স ব্যাবসায়ী সমিতির সভাপতি মাসুদ রানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান।বিশেষ অতিথি ছিলেন গণেশপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যাবসায়ী আলহাজ্ব হারুন- রশিদ সোহেল।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সহ- সভাপতি এনামুল হক ও নূরুল ইসলাম, সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম,যুগ্ম- সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম,অর্থ সম্পাদক সাফায়েত হোসেন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম এবং নারায়ণ ম্যানশনের মালিক বাবু পরীক্ষিত চন্দ্র সরকার প্রমূখ।
উল্লেখ্য, গত মঙ্গলবারে এক জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ ও মাইকিং করে স্থানীয়দের এতদসংক্রান্ত বিষয়ে জানিয়ে দেয়া হয়। উক্ত নির্দেশ অমান্য কারী দোকানদারের কাছ থেকে জরিমানা আদায় এবং সমিতির নীতিমালা অনুসারে ব্যাবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
##