শ্রীনগর উপজেলা যুবদলের প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ


ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নুর আলম ও সেচ্ছাসেবক দলের নেতা আব্দুল রহিম হত্যার প্রতিবাদে ও তেল গ্যাস সহ সকল খাতে অব্যাবস্থাপনার প্রতিবাদে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচিতে অংশ হিসেবে আজ শ্রীনগর উপজেলা যুবদলের উদেগ্যে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।
শ্রীনগর কলেজের সামনে থেকে শুরু করে ভাগ্যকুল রোড ও পোস্ট অফিস হয়ে শ্রীনগর বাজার পদক্ষিন করে পুরাতন হাসপাতাল মাঠ শ্রীনগর যুবদলের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
এসময় যুবদলের নেতা কর্মীদের স্লোগানে মুখরিত হয়ে উঠে শ্রীনগর বাজার। নেতাকর্মীরা খালেদা জিয়ার মুক্তি সহ ভোলা জেলার ছাত্রদলের সভাপতি নুর আলম ও সেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম হত্যার বিচার চেয়ে ও তেল গ্যাস সহ সকল নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ানোর প্রতিবাদে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
শ্রীনগর উপজেলা যুবদলের সভাপতি জয়নাল আবেদিন জেমসের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সিদ্দিকুর রহমান মিলন শ্রীনগর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি যুবরাজ খান কাজল,সাবেক সেচ্ছাসেবক দলের আহবায়ক নুরুল ইসলাম পার্থ, পাটাভোগ ইউনিয়ন যুবদলের সভাপতি জহরুল ইসলাম মাসুদ রানা,মুন্সিগঞ্জ জেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি মামুনুর রশীদ মামুন,শ্রীনগর উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ সভাপতি যুবদল নেতা ফারুক মিরধা,শ্রীনগর উপজেলা যুবদল নেতা মোশাররফ শেখ, শাহআলম শেখ,আবু বক্কর সিদ্দিক,শেখ মোহাম্মদ শামীম,আবু জাফর জিয়া,আশিকুল হক অভি,নুরু শেখ,মেহদি হাছান রাজিব,নাইম রহমান,সাইদুল ইসলাম বুলেট,ওমর ফারুক বাবু,মোহাম্মদ লালন,শিশির হোসেন আরিফ,রনি শেখ,মোহাম্মদ স্বপন,আশরাফুল শুভ, শাহরিয়ার সৈকত, নাইম ইসলাম,সুরুজ আহমেদ রাজু,আসাদুল ইসলাম,
শাহাদাৎ জেমস,শহিদুল ইসলাম, রনি ,মিরাজ হোসেন,নজরুল ইসলাম,পারভেজ,জাহাঙ্গীর,
মিজান শেখ, এস এম সেন্টু, রশিদুল ,আব্দুল্লাহ,
রাহিম,ইলিয়াস,চমক সহ অসংখ্য যুবদলের নেতাকর্মী।
##