শীতে এবার ঢাকায় আসছেন নোরা ফাতেহি


বলিউড অভিনেত্রী-নৃত্যশিল্পী নোরা ফাতেহি।দিলবার’‘কোমরিয়া’ ও সাকি সাকি’ ‘গারমি’সহ অনেক জনপ্রিয় গানে নেচে দর্শক মনে জায়গা করে নিয়েছেন। এবার এই আইটেমকন্যা ও অভিনেত্রী আসছেন ঢাকায়।
অনুষ্ঠানের আয়োজক শাহজাহান ভূঁইয়া বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করে বলেন, ‘এক কনভেনশন হলে পুরস্কার বিতরণী আয়োজনে নাচ পরিবেশন করবেন তিনি।
আমাদের নোরা ফাতেহির সঙ্গে চূড়ান্ত আলোচনা হয়েছে। এ বছরের শীতে (ডিসেম্বরের মাঝামাঝি) তিনি ঢাকায় আসবেন।
প্রসঙ্গত, বর্তমানে বলিউডের সেরা নারী নৃত্যশিল্পীদের একজন নোরা। আইটেম গানের শিল্পী হিসেবে নোরা বলিউডের বেশ কিছু ছবিতে নজর কেড়েছেন।
সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বাহুবলী: দ্য বিগিনিং, কিক টু, শের, লোফার, সত্যমেভ জয়তে, স্ত্রী, ভারত, বাটলা হাউস।
এ ছাড়াও আরও নতুন কিছু সিনেমা ও আইটেম গানে অভিনয় করছেন বলে জানা যায়।
##