শরিফুল রাজকে নিয়ে গর্বিত শবনম ফারিয়া


পরপর দুটি সিনেমায় বাজিমাত করেছেন অভিনেতা শরিফুল রাজ। ক্যারিয়ারে সুবাতাস বইছে তার। ব্যক্তিজীবনেও সুখের সময় পার করছেন।
রাজ-পরীর ঘর আলো করে এসেছে পুত্রসন্তান। ছেলের নাম রেখেছেন শাহীম মুহাম্মদ রাজ্য।
এদিকে রাজের অভিনয়ে মুগ্ধ অভিনেত্রী শবনম ফারিয়া। ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে এই অভিনেতার প্রশংসা করে ফারিয়া লিখেছেন, ‘সাবাশ, আমার ভাই রাজ। সবাই তোমার মতো সাহসী নয়। তোমাকে নিয়ে আমি অনেক বেশি গর্বিত।’
তিনি আরও লেখেন, যখন দেখি সবাই ‘পরাণ’ ও ‘হাওয়া’য় তোমার অভিনয়ের প্রশংসা করছে, তখন আমার কেমন লাগে তা বলে বুঝাতে পারব না।
ঢালি পাড়ার নতুন বাবা-মাকে (রাজ-পরী) শুভেচ্ছা জানিয়ে ফারিয়া লিখেছেন, ‘যাই হোক, অভিনন্দন নতুন পিতা-মাতাকে। রাজ্যর জন্য দোয়া ও ভালোবাসা।’
প্রসঙ্গত, গত বুধবার (১০ আগস্ট) বিকেল ৪টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন পরীমণি।
এদিন বিকেল ৫টা ৩৬ মিনিটে পুত্রসন্তানের জন্ম দেন নায়িকা। বৃহস্পতিবার (১১ আগস্ট) সকালে ছেলেকে প্রকাশ্যে আনেন এই তারকা দম্পতি। নবজাতকের জন্য দোয়া চেয়েছেন তারা।
##