রাসিকের সড়ক বাতির তার চুরির অভিযোগে দুই জন গ্রেফতার!

মীর রকি রাজশাহী
আপডেটঃ ১৮ মার্চ, ২০২৩ | ৫:০৫ 41 ভিউ
মীর রকি রাজশাহী
আপডেটঃ ১৮ মার্চ, ২০২৩ | ৫:০৫ 41 ভিউ
Link Copied!

রাজশাহী নগরীতে রাজশাহী সিটি কর্পোরেশনের সড়ক বাতির তার চুরির অভিযোগে দুই জনকে গ্রেফতার করেছে আরএমপি’র শাহ্‌মখদুম থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে চুরি হওয়া ৩ লক্ষ ২০ হাজার টাকার তার উদ্ধার হয়।

গ্রেফতারকৃতরা হলেন, মো: মনিরুল ইসলাম মনি (২৭) ও মো: মনজুরুল ইসলাম (২৮)। মনিরুল রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম নগরপাড়া এলাকার মো: সাজ্জাদ আলীর ছেলে ও মনজুরুল মহানগরীর চন্দ্রিমা থানার আসাম কলোনী এলাকার মো: আ: জলিল হাওলাদারের ছেলে।

আরএমপির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে জানানো হয়, শাহ্‌মখদুম থানাধীন দক্ষিণ নওদাপাড়া সিটিহাট মোড় হতে বন্ধগেট রেলক্রসিং পর্যন্ত দৃষ্টিনন্দন সড়ক বাতির নির্মান কাজ চলছে। গত ১০ই ফেব্রুয়ারি সন্ধ্যা ৭ টায় সিটিহাট মোড় হতে মহিলা কমপ্লেক্স পর্যন্ত একাংশ সড়ক বাতির উদ্বোধন উপলক্ষ্যে মো: তানভীর হাসান সজিব (২৯) রাজশাহী সিটি কর্পোরেশনের বিদ্যুৎ শাখার উপ-সহকারী প্রকৌশলী ও তার কয়েকজন সহকর্মী সকাল ৮ টায় ওই রাস্তার সড়ক বাতির কাজ করতে যান। সেখানে গিয়ে তিনি দেখতে পান শাহ্‌মখদুম থানাধীন দক্ষিণ নওদাপাড়া সিটিহাট মোড় হতে জেলা আওয়ামীলীগ অফিস পর্যন্ত সড়কের ১৪টি পোলে ব্যবহ্নত বিবিএস ক্যাবল আর্থিং তার-সহ চুরি হয়েছে। একইভাবে ১৯শে ফেব্রুয়ারি শাহ্‌মখদুম থানাধীন বড়বনগ্রাম এলাকার বারনয় আবাসিকের সামনে হতে দক্ষিণে আইল্যান্ডের মাঝের ৪টি পোলের বিবিএস ক্যাবল আর্থিং তার-সহ চুরি হয়। এছাড়াও বিভিন্ন সময় রাজশাহী সিটি কর্পোরেশনের বিভিন্ন রাস্তার আইল্যান্ডের রোড লাইটের তার চুরি হয়। দুইটি সাইড-সহ বিভিন্ন সময়ে চুরি হওয়া তারের মূল্য প্রায় ১৪ লক্ষ টাকা। এ সংক্রান্তে গত ২১শে ফেব্রুয়ারি শাহ্‌মখদুম থানায় বিদ্যুৎ আইনে একটি মামলা রুজু হয়।

বিজ্ঞাপন

উক্ত মামলার পরিপেক্ষিতে শাহ্‌মখদুম থানার টিম চোরাই তার উদ্ধার-সহ আসামি গ্রেফতারের অভিযান শুরু করেন।

পরবর্তীতে শাহ্‌মখদুম থানা পুলিশের ওই টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে গত ১৬ই মার্চ বেলা সাড়ে ১১টায় মহানগরীর কাশিয়াডাঙ্গা থানা এলাকা হতে মনিরুলকে গ্রেফতার করে। মনিরুলের দেওয়া তথ্যের ভিত্তিতে সন্ধ্যা ৭ টার সময় শাহ্‌মখদুম থানার দক্ষিণ নওদাপাড়া সিটিহাট এলাকার গমের ক্ষেত হতে ২৪ মিটারের দুই টুকরো তার উদ্ধার হয় এবং রাত সাড়ে ১১ টায় অপর আসামি মনজুরুলকে চন্দ্রিমা থানা এলাকা হতে গ্রেফতার করে।

জিজ্ঞাসাবাদের মনজুরুল পুলিশকে জানায়, সে মনিরুল ও তার কয়েকজন সহযোগীর কাছ থেকে চোরাই তারগুলো ক্রয় করেছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে আজ ১৭ই মার্চ বিকেল ৩ টায় মনজুরুলের বাড়ির গোডাউন ঘর হতে বিভিন্ন রঙ ও সাইজের সিটি কর্পোরেশন রোড লাইটের আর্থিং তার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোট তারের মূল্য প্রায় ৩ লক্ষ ২০ হাজার টাকা।

বিজ্ঞাপন

চুরির অন্যান্য তার উদ্ধারে অভিযান অব্যহত রয়েছে। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

শীর্ষ সংবাদ:
বঙ্গবন্ধুর ম্যুরাল ও শহীদ কামারুজ্জামানের সমাধিতে ভারতীয় অতিথিদের শ্রদ্ধাঞ্জলি অর্পণ! জয়পুরহাটে তাজপুর উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠিত জয়পুরহাটে ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষণা বদলগাছীতে ৫৪ তম পাহাড়পুর আদিবাসী স্কুলে দুই দিন ব্যাপী ক্রিড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত রাধানগর ইউনিয়ন যুবলীগের ওয়ার্ড ত্রি-বার্ষিক সম্মেলন সভা অনুষ্ঠিত রাণীনগরে ইউনিয়ন আওয়ামীলীগ ও ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত রাজশাহী ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রয়াত বেলাল হোসেন চতুর্থতম মৃত্যুবার্ষিকী রাজশাহীতে আশার তিনদিন ব্যাপী ফিজিওথেরাপী ক্যাম্প শুরু! সিংড়ায় সারাদিন ব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী অনুষ্ঠিত সাংবাদিক পুত্র-মুগ্ধর জন্মদিন আজ! রাবি শিক্ষার্থীকে শ্লীলতাহানী ও ছিনতাই-এর ঘটনায় গ্রেফতার ৩! রাজশাহীতে ছয় ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভোক্তা অধিদপ্তর! রাজশাহী চিড়িয়াখানায় আবারো ডিম দিয়েছে প্রায় বিলুপ্ত প্রজাতির সেই ঘড়িয়াল! রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক সানশাইন পত্রিকার তিন যুগপূর্তি! বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্ম বার্ষিকীর আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ভূয়া সনদের বাংলাদেশ প্রতিদিন ও ডিবিসি নিউজে চাকুরী ঠাকুরগাঁওয়ে ক্ষেতমজুর সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী পালন সেনাবাহিনীর ভূয়া নিয়োগপত্র দিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার মূলহোতা আটক। ডিমলায় এস,এস,সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও নবীনদের বরণ তিতাসে কর্মী সমাবেশ ও জাতীয় পার্টিতে যোগদান অনুষ্ঠান