রাসিকের টাকা অপচয় করে ব্যক্তি মালিকালাধীন এ্যাপার মেন্ট প্লাটের গেট নির্মাণ কাজ রমরাম চলছে!

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ মার্চ, ২০২৩ | ২:৪৫ 24 ভিউ
ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ মার্চ, ২০২৩ | ২:৪৫ 24 ভিউ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী সিটি কর্পোরেশন টাকা অপচয় করে নগরীর পদ্মা আবাসিকে ১ নম্বার রোড়ের ব্যক্তি মালিকালাধীন এ্যাপারমেন্ট প্লাট প্রান্টামারি যার বাসার নং ৩২৩/৩২৪ যার বিল্ডিংয়ে দুই গেট রয়েছে। উক্ত গেট দুইটি রাসিকের টাকায় একটির কাজ সম্পন্ন হয়েছে। অপরটি ০৮-০৩-২০২৩ পূরনায় গেটের নির্মাণ কাজ শুরু করেছেন।

প্রতিবেদকরা সরেজমিনে গিযে দেখতে পাই ঘটনাটি সত্য, আশাপাশের এস্থানিয় ব্যক্তিবর্গরা অভিযোগ করে বলেন অর্ত রাস্তার নির্মাণ কাজ এবং ফুটপাত কাজ ঠিকাদার সম্পন্ন করলে প্রায় ১৫ থেকে ২০ টি এ্যাপার মেন্ট প্লাটের গেট ভাঙ্গা হড়ে। পরবর্তীতে উক্ত ভাঙ্গাপড়া গেট গুলো এ্যাপার মেন্টর মালিকগণ তাদের নিজ নিজ খরচে মেরামত করে থাকেন।

সুধুমাএ প্রান্টামারি এ্যাপারমেন্ট ভাঙ্গা পড়া গেট দুইটি রাসিকের টাকায় নির্মাণ কাজ চলমান রয়েছিল।কিন্তু
এলাকা বাসী বাধাদিলে রাসিকের কর্মকর্তাদের টনক লড়ে তখন তারা এসে দ্রুত কাজটি বন্ধ হয়ে দেয়।

বিজ্ঞাপন

প্রায় ৪০থেকে ৪৫ দিন পরে পূরণায় গেটটি আবারো রাতারাতি মেরামতের কাজ শুরু করে। যা চলমান রয়েছে। এবিষয়ে পূরণায় প্রতিবেককা অভিযোগ পেলে ঘটনাস্থলে এসে ঘটনা সত্যতা পায়। পরে মিস্ত্রিদের কাছে জানতে চাইলে তারা বলেন কাজ টি রাজশাহী সিটি কর্পোরেশন ঠিকাদার রতন ও মিলু কাজটি করছেন।বিষয়টি এ্যাপারমেন্ট ম্যানেজারের সাথে যোগাযোগ করেন।

তখন প্রতিবেদকরা জানতে চাইলে এ্যাপার মেন্টর ম্যানেজার মোঃ হাবিবুর রহমান হাবি জানান যে রাসিক কর্তৃক গেট দুইটি টিকাদার রতন এবং মিলুর দারা সম্পন্ন করছে।

এবিষয়ে জানতে চাইলে রতন ও মিলুর মুটো ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তারা ফোন রিসিভ করেননি।

বিজ্ঞাপন

পরবর্তীতে এবিষয়ে জানতে চাইলে রাসিকের প্রধান প্রকৌশলী (পিডি)তুষার সাহেব ও প্রধান নির্বাহী কর্মকর্তা ডা.শরিফ উদ্দিন প্রতিবেদক কে জানান এবিষয়ে আমরা কিছুই জানিনা।ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

শীর্ষ সংবাদ:
বঙ্গবন্ধুর ম্যুরাল ও শহীদ কামারুজ্জামানের সমাধিতে ভারতীয় অতিথিদের শ্রদ্ধাঞ্জলি অর্পণ! জয়পুরহাটে তাজপুর উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠিত জয়পুরহাটে ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষণা বদলগাছীতে ৫৪ তম পাহাড়পুর আদিবাসী স্কুলে দুই দিন ব্যাপী ক্রিড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত রাধানগর ইউনিয়ন যুবলীগের ওয়ার্ড ত্রি-বার্ষিক সম্মেলন সভা অনুষ্ঠিত রাণীনগরে ইউনিয়ন আওয়ামীলীগ ও ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত রাজশাহী ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রয়াত বেলাল হোসেন চতুর্থতম মৃত্যুবার্ষিকী রাজশাহীতে আশার তিনদিন ব্যাপী ফিজিওথেরাপী ক্যাম্প শুরু! সিংড়ায় সারাদিন ব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী অনুষ্ঠিত সাংবাদিক পুত্র-মুগ্ধর জন্মদিন আজ! রাবি শিক্ষার্থীকে শ্লীলতাহানী ও ছিনতাই-এর ঘটনায় গ্রেফতার ৩! রাজশাহীতে ছয় ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভোক্তা অধিদপ্তর! রাজশাহী চিড়িয়াখানায় আবারো ডিম দিয়েছে প্রায় বিলুপ্ত প্রজাতির সেই ঘড়িয়াল! রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক সানশাইন পত্রিকার তিন যুগপূর্তি! বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্ম বার্ষিকীর আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ভূয়া সনদের বাংলাদেশ প্রতিদিন ও ডিবিসি নিউজে চাকুরী ঠাকুরগাঁওয়ে ক্ষেতমজুর সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী পালন সেনাবাহিনীর ভূয়া নিয়োগপত্র দিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার মূলহোতা আটক। ডিমলায় এস,এস,সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও নবীনদের বরণ তিতাসে কর্মী সমাবেশ ও জাতীয় পার্টিতে যোগদান অনুষ্ঠান