রামগড় পৌরসভায় অসহায় ও দুস্ত শীতার্তদের মাঝে কম্বল বিতরণঃ


খাগড়াছড়ির রামগড় পৌরসভা কার্যালয়ে ত্রাণ ও পুণর্বাসন মন্ত্রাণলয়ের বরাদ্ধকৃত্ব দুস্ত অসহায়দের শীতার্তদের মাঝে শীতকালীন কম্বল বিতরণ উদ্বোধন করা হয়।রামগড় পৌরসভার মেয়র মোঃ রফিকুল আলম কামালের সভাপতিত্বে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন রামগড় উপজেলা নির্বাহী অফিসার (ভাঃ) উম্মে হাবিবা মজুমদার।
বুধবার(৫জানুয়ারি)বিকাল ০৪ঘটিকায় রামগড় পৌরসভার ১,২,৩ নং ওয়ার্ডের ৯৫ জন দুস্ত,অসহায় ও অসচ্ছল শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।এসময় মেয়র মোঃ রফিকুল আলম বলেন পর্যায়ক্রমে সকল ওয়ার্ডে কম্বল বিতরণ করা হবে। কম্বল বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পিআইও মনসুর আলী,কাউন্সিলর ১নং মোঃআব্দুল হাই,৩নং জিয়াউনল হক জিয়া,সংরক্ষিত কাউন্সির মহিলা আয়েশা আক্তার, কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।