রাণীনগরে কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত


নওগাঁর রাণীনগরে কবিতা আবৃত্তি, রচনা ও কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।উপজেলার গোনা গ্রন্থাগারের আয়োজনে শনিবার সকাল ১১টায় গোনা উচ্চ বিদ্যালয়ের হল রুমে এই প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মোঃ জহুরুল ইসলাম খান (লুলুর) সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিযোগীতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ নওগাঁ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ্য ও গোনা গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা সভাপতি প্রফেসর শরিফুল ইসলাম খান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোনা গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা সবুজ খান, উপদেষ্টা সাজেউল ইসলাম খান, নওগাঁ আবৃত্তি পরিষদের সাধারণ সম্পাদক রফিক রাব্বি দৌলা, বীর মুক্তিযোদ্ধা চয়েন উদ্দিন সরকার, গোনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকলেছুর রহমান।প্রতিযোগীতা অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানের ৯৩জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।