রাণীনগরে একরাতে মাঠ থেকে কৃষকের ছয়টি শ্যালোমেশিন চুরি


নওগাঁর রাণীনগরে এক রাতে ধান সেচের মাঠ থেকে কৃষকের ছয়টি শ্যালোমেশিন চুরির ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার দিনগত রাতে উপজেলার ভাটকৈ উত্তর মাঠ থেকে এই চুরির ঘটনা ঘটে।
ভাটকৈ গ্রামের কৃষক দিপক চন্দ্র জানান,অনাবৃষ্টির কারনে আমন ধানের জমিতে শ্যালোমেশিন দিয়ে পানি সেচ দিচ্ছিলেন কৃষকরা।
হঠাৎ করেই বৃহস্পতিবার রাতে তার একটি মেশিনসহ ওই গ্রামের কৃষক নারায়ন চন্দ্রের একটি,নিরেন চন্দ্রের একটি, চাঁন মিয়ার একটি,ওহিদুর রহমানের একটি এবং আহাদ আলীর একটি শ্যালোমেশিন চুরি হয়ে যায়।
শুক্রবার সকালে মাঠে গিয়ে তারা দেখতে পান চোরেরা মেশিনগুলো চুরি করে নিয়ে গেছে।
তিনি বলেন,এমনিতেই জ্বালানি তেল,সারের মূল্য বৃদ্ধি এবং অনাবৃষ্টির কারনে চলতি আমন আবাদে সেচ দিয়ে আবাদ করতে হচ্ছে। এতে কৃষকের অনেক বেশি খরচ হচ্ছে।এর মধ্যে হঠাৎ করেই চোরেরা মেশিনগুলো চুরি করে নিয়ে যাওয়ায় জমিতে পানি সেচ নিয়ে বিপাকে পরেছেন।
তিনি বলেন,সারা দিন বা রাতে মেশিন দিয়ে জমিতে পানি সেচ দিয়ে যে যার মতো বাড়ীতে চলে আসেন। রাতে কোন পাহাড়াদার থাকেনা। আর এই সুযোগে চোরেরা মেশিনগুলো চুরি করে নিয়ে যায়।
রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন,চুরির ঘটনা শুনেছি। এব্যাপারে কেউ কোন অভিযোগ করেনি। তার পরেও বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে।
##