রাণীনগরে আলোচিত মাদক ব্যবসায়ী আছমা গাঁজাসহ আটক

Link Copied!

নওগাঁর রাণীনগর উপজেলার আলোচিত মাদক ব্যবসায়ী আছমা বেওয়া (৫৩)ক আটক করেছে পুলিশ।
শনিবার বিকেলে নিজ বাড়ী থেকে ৫০০গ্রাম গাঁজাসহ তাকে আটক করা হয়। আটক আছমা উপজলার চককুতুব গ্রামর মত আনায়ার হাসনর স্ত্রী।
রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন,গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে অভিযান পরিচালনা করা হয়। এসময় আছমার বাড়ী তল্লাশী করে ৫০০গ্রাম গাঁজাসহ তাকে আটক করা হয়।
এঘটনায় মাদক মামলা রুজু করে শনিবার সন্ধায় তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। আটক আছমার বিরুদ্ধ একাধীক মাদক মামলা রয়েছে বলে জানিয়েছেন ওসি আবুল কালাম আজাদ।
##