রাজশাহী মহানগরীতে অটোরিকশা ধর্মঘট প্রত্যাহার

মোঃ মেহেদী হাসান
আপডেটঃ ৩০ আগস্ট, ২০২২ | ২:০৫ 51 ভিউ
মোঃ মেহেদী হাসান
আপডেটঃ ৩০ আগস্ট, ২০২২ | ২:০৫ 51 ভিউ
Link Copied!

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি গতি ও অটোপার্টসের দাম বৃদ্ধির কারণ দেখিয়ে রাজশাহী মহানগরীতে হঠাৎ করেই গত রোববার (২৮ আগস্ট) সকাল থেকে অটোরিকশা চলাচল বন্ধ করে দেয় মহানগর ইজিবাইক চালক শ্রমিক সমিতি।

তবে সোমবার (২৯ আগস্ট) বিকালে নগরজুড়ে ৩০টি সিটি বাস সার্ভিস চালুর পর তারা ধর্মঘট প্রত্যাহার করে অটোরিকশা চালু করে।

সোমবার সন্ধ্যায় রাজশাহী মহানগর ইজিবাইক চালক শ্রমিক সমিতির সভাপতি মফিজ উদ্দিন বলেন, ‘গাড়ি বন্ধ রাখা সম্ভব নয়।

বিজ্ঞাপন

রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বাইরে আছেন। তাই আমরা আপাতত গাড়ি চালানোর সিদ্ধান্ত নিয়েছি। মঙ্গলবার থেকে গাড়ি চলবে। পরবর্তীতে আমরা বিষয়টি নিয়ে মেয়র মহোদয়ের সাথে আলোচনা করব।

এর আগে গত রোববার হঠাৎ করেই অটোরিকশা ধর্মঘটের ডাক দেয়া হয়। এতে শিক্ষা নগরী রাজশাহীর শিক্ষার্থীরাসহ সর্বস্তরের মানুষ নগরীতে চলাচল করতে চরম ভোগান্তিতে পড়ে।

সোমবার পর্যন্ত নগরীতে অটোরিকশা চলাচল বন্ধ থাকায় ভোগান্তি কমাতে বিকাল থেকে পুরো মহানগরীজুড়ে আপাতত ৩০টি সিটি সার্ভিস বাস চালু করেছে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপ। এতে করে রিকশাচালকদের অতিরিক্ত গলাকাটা ভাড়া আদায়ের কবল থেকে কিছুটা হলেও মুক্তি পেয়েছে যাত্রীরা।

বিজ্ঞাপন

রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ মতিউল হক টিটো বলেন, গত দুদিন থেকে অটোরিকশা চালক-মালিকরা চলাচল বন্ধ করে দিলে সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা বিপদে পড়ে।

এছাড়াও অটোচালকদের জিম্মিদশা থেকে জনগণকে মুক্ত করতে নগরীর বিভিন্ন পয়েন্টে প্রাথমিক অবস্থায় ৩০ টি বাস চালু করা হয়েছে। এসব বাস সোমবার বিকাল থেকে নিয়মিত যাতায়াত শুরু করেছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আপাতত জনগণের ভোগান্তি দূর করতে তাৎক্ষণিক এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। পরবর্তীতে এই সিটি বাস সার্ভিস চালু থাকবে কী না তা সিটি মেয়র ও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। পুরো নগরীজুড়ে আপাতত ৫-১০ ভাড়া প্রদান করে যাত্রীরা সিটি বাস সার্ভিসের মাধ্যমে যাতায়াত করতে পারবে।

##

শীর্ষ সংবাদ:
ঝিকরগাছায় ৪ পিচ স্বর্ণের বার সহ দুইজন কে আটক করেছে ডিবি পুলিশ  ঠাকুরগাঁওয়ে মাটি চাপা পড়ে শ্রমিকের মৃত্যু ঈশ্বরদীতে নানা আয়োজনে ঐতিহাসিক মাধপুর দিবস পালন  নান্দাইলে ভাগনের হাতে মামা খুনের ঘটনা র‍্যাবের হাতে গ্রেফতার ৩। বুড়িচংয়ে মসজিদে ইমামের আলোচনাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ;আহত ৯ হোমনায় প্রবাসীসহ ব্যবসায়ীকে ৩দিন থানা আটকে নির্যাতন ও ২৫লক্ষ টাকা চাঁদা দাবি, ওসি, এএসআইসহ ৩ জনের বিরুদ্ধে আদালতে মামলা ওমরাহ হজ্জে গিয়ে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী নিহত – ৮,আহত- ২৭ জন। নিরবে কাজ করে যাচ্ছেন ডাঃ এনামুল হক কুমিল্লায় ট‌্যাং কারখানায় ভোক্তা অধিকারের অ‌ভিযান,১লক্ষ ৫০ হাজার টাকা জ‌রিমানা কুমিল্লার বরুড়ায় খাল ভরাট করে ময়লার বাগাড়,মশা বাহিত রোগ ও দুর্গন্ধে নাকাল পৌরবাসি বাগাতিপাড়ায় পরকিয়ার জেরে অন্তঃস্বত্বা স্ত্রী কে পিটিয়ে হত্যা, স্বামী পলাতক তাহেরপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সভা অনুষ্ঠিত কুমিল্লা পেশাজীবী সাংবাদিক ইউনিয়নের ইফতার ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত নাটোরের সিংড়ায় ধান ভাঙানো মেশিনের ফিতায় জড়িয়ে শ্রমিকের মৃত্যু ঝিনাইদহের কোটচাঁদপুর রক্তক্ষয়ী সংঘর্ষের আহত -৯ নাটোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতির বিরুদ্ধে মাছ চুরি মারপিট ও হত্যা চেষ্টার মামলায় ছেলেসহ কারাগারে স্কুল ছাত্রীর আত্মহত্যা প্ররোচনাকারীদের বিচারের দাবিতে লাশ নিয়ে মহাসড়কে বিক্ষোভ মান্দায় জীবনের নিরাপত্ত্বাহীনতায় অসহায় পরিবারের লোকজন মোহনপুরে গ্রাহকদের অর্ধকোটি টাকা নিয়ে উধাও ডাচ্ বাংলার এজেন্ট আইনী প্রক্রিয়া শেষে ভ্যান চালকের লাশ দাফন