রাজশাহী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমানুল হাসানের মৃত্যুতে জাসদের শোক


রাজশাহী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমানুল হাসান দুদু এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ রাজশাহী মহানগর সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ শিবলী ও সাধারণ সম্পাদক আমিরুল কবির বাবু।
আজ(ফেব্রুয়ারি) শুক্রবার এক শোক বিবৃতিতে এই শোক সন্তপ্ত পরিবার এবং নেতা-কর্মি-সমর্থক দের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
জাসদ নেতৃবৃন্দ বলেন যে,জনাব দুদু মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির পক্ষে স্বৈরাচার ও সাম্প্রদায়িকতা বিরোধী আন্দোলনে রাজশাহী অঞ্চলে দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছেন। ১৪দলীয় জোটে তিনি এ অঞ্চলের জাসদ নেতা-কর্মিদের একজন সুহৃদ ছিলেন। তাঁর মৃত্যু লড়াই-সংগ্রাম-দেশ পরিচালনা ক্ষেত্রে এক অপূরনীয় ক্ষতি।
উল্লেখ্য, রাজশাহী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমানুল হাসান দুদু শুক্রবার (৩ফেব্রুয়ারি) সকাল ৮টা ১৫ মিনিটে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।