রাজশাহী জিপিওতে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে ডাকটিকিট প্রদর্শনি!

Link Copied!

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিবস ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে রাজশাহী জিপিও’তে ডাকটিকিট প্রদর্শনির উদ্বোধন হয়েছে।
শুক্রবার (১৭ মার্চ) সকাল ৯ টার দিকে মহানগীরর ডাক বিভাগের প্রধান কার্যালয়ে এই প্রদর্শনির উদ্বোধন করেন রাজশাহী উত্তরাঞ্চল পোস্টমাস্টার জেনারেল কাজী আসাদুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের উপসচিব কোম্পানী-২। এ.বি.এম সাদিকুর রহমান। আঞ্চলিক ম্যানেজার আব্দুল আলীম, অতিরিক্ত পোস্টমাস্টার জেনারেল শেখ সাইফুল আলম, বরেন্দ্র ফিলাটেলিক সোসাইটির সাধারণ সম্পাদক ড. উদয় শংকর বিশ্বাস।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাজশাহী জিপিও সিনিয়র পোস্টমাস্টার ড. জিয়াউর রহমান।