রাজশাহীর বানেশ্বর-পাবনার ঈশ্বরদী সড়ককের নির্মান কাজে গতি নেই – দুর্ভোগের শিকার হচ্ছেন নানা শ্রেনির মানুষ


স্টাফ রির্পোটার : একদিকে বিটুমিন ও পাথর সংকট আরেকদিকে জমি অধিগ্রহণ সবমিলিয়ে নানা জটিলতায় রাজশাহীর বানেশ্বর–পাবনার ঈশ্বরদী সড়ককে আঞ্চলিক মহাসড়কে উন্নীতকরণ কাজ অনেকটাই ধীরগতিতে পড়েছে।
সড়ক ও জনপথ বিভাগ রাজশাহী সূত্রে জানা গেছে, রাজশাহীর সাথে ঈশ্বরদীর রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ও দেশের দক্ষিণ অঞ্চলের যোগাযোগ বৃদ্ধির লক্ষে একনেক সভায় ২০২০ সালের ১৮ ফেব্রুয়ারি বানেশ্বর থেকে ঈশ্বরদী পর্যন্ত ৫৫ কিলোমিটার সড়কটিকে আঞ্চলিক মহাসড়কে উন্নীতকরণে প্রকল্পটি অনুমোদন পায়। প্রকল্প চুক্তি অনুযায়ী ২০২২ সালের ডিসেম্বরে কাজ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু জমি অধিগ্রহণ, পাথর ও বিটুমিন সংকটসহ নানা সমস্যার কারণে ২০২৪ সালের জুন পর্যন্ত মেয়াদ বাড়ানো হয়েছে।
সড়কটির কাজ অসম্পূর্ণ অবস্থায় ফেলে রাখায় চারঘাট–বাঘাসহ আশপাশের বেশ কয়েকটি উপজেলার হাজারো মানুষ চলাচলে দুর্ভোগের শিকার হচ্ছেন। রাজশাহী সড়ক ও জনপথ (সওজ) বিভাগের আওতায় সাত ঠিকাদার প্রতিষ্ঠান সড়কের নির্মাণ কাজ করছেন।