রাজশাহীর বাগমারায় প্রতারণার অভিযোগে মহিলা উন্নয়ন সংস্থার ম্যানেজার গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
আপডেটঃ ৮ সেপ্টেম্বর, ২০২২ | ১০:৪৫ 41 ভিউ
নিজস্ব প্রতিবেদক
আপডেটঃ ৮ সেপ্টেম্বর, ২০২২ | ১০:৪৫ 41 ভিউ
Link Copied!

রাজশাহীর বাগমারা উপজেলায় মহিলা উন্নয়ন সংস্থা মৈত্রীর ম্যানেজার জাহাঙ্গীর আলম বাবুকে (৩৮) গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ টার দিকে রাজশাহী জেলা গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের সহায়তায় তাকে গ্রেপ্তার করে বাগমারা থানা পুলিশ। গ্রেপ্তার জাহাঙ্গীর আলম বাবু বাগমারা উপজেলার নিমপাড়া গ্রামের আবুল কালামের ছেলে।

পুলিশ সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাগমারা উপজেলায় মহিলা উন্নয়ন সংস্থা মৈত্রী এনজিও কোন অনুমোদন নেই। এছাড়া গ্রাহকদের সঞ্চয়ের অর্থ আত্মসাৎসহ গ্রাহকদের বিভিন্ন প্রলোভন দিয়ে প্রতারণার অভিযোগ রয়েছে এ সংস্থার বিরুদ্ধে। একাধিক গ্রাহকদের অভিযোগের তদন্ত করতে নামে গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা। তদন্ত করে এর স্যততাও পাই এই সংস্থাটি। তাদের সহযোগিতায় বাগমারা থানা পুলিশ ভবানীগঞ্জ ওই সংস্থার কার্যালয়ে অভিযান চালিয়ে বাবুকে গ্রেপ্তার করে।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, বাগমারায় র্দীঘদিন যাবত অনুমোদন ছাড়া মহিলা উন্নয়ন সংস্থাটি চলছিল। তারা গ্রাহকদের জন্য সহজ শর্তে বড় অংকের টাকা লোন দেওয়ার প্রলোভন দেখিয়ে বহু টাকা আত্নসাৎ করে। গত মঙ্গলবার ৬ সেপ্টেম্বর বড় অংকের টাকা নিয়ে তারা পালিয়ে যায়।

বৃহস্পতিবার সংস্থার ম্যানেজার বাবুকে দুপুরে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য ভবানিগঞ্জ বাজারে মহিলা উন্নয়ন সংস্থার অস্থায়ি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করেন গোয়েন্দা কর্মকর্তারা। পরে বাবু স্বীকার করে যে গ্রাহকদের সাথে প্রতারণা করে তাদের টাকা আত্নসাৎ করেছে। সেখান থেকে বাগমারা থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

বাগমারা থানার ওসি রবিউল ইসলাম জানান, বাগমারা উপজেলায় মহিলা উন্নয়ন সংস্থা মৈত্রী এনজিওর সরকারি কোন অনুমোদন নেই। তাছাড়া গ্রাহকের অর্থ আত্নসাৎসহ একাধিক গ্রাহকের সাথে প্রতারণার অভিযোগ রয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি।

বিজ্ঞাপন

শীর্ষ সংবাদ:
বঙ্গবন্ধুর ম্যুরাল ও শহীদ কামারুজ্জামানের সমাধিতে ভারতীয় অতিথিদের শ্রদ্ধাঞ্জলি অর্পণ! জয়পুরহাটে তাজপুর উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠিত জয়পুরহাটে ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষণা বদলগাছীতে ৫৪ তম পাহাড়পুর আদিবাসী স্কুলে দুই দিন ব্যাপী ক্রিড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত রাধানগর ইউনিয়ন যুবলীগের ওয়ার্ড ত্রি-বার্ষিক সম্মেলন সভা অনুষ্ঠিত রাণীনগরে ইউনিয়ন আওয়ামীলীগ ও ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত রাজশাহী ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রয়াত বেলাল হোসেন চতুর্থতম মৃত্যুবার্ষিকী রাজশাহীতে আশার তিনদিন ব্যাপী ফিজিওথেরাপী ক্যাম্প শুরু! সিংড়ায় সারাদিন ব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী অনুষ্ঠিত সাংবাদিক পুত্র-মুগ্ধর জন্মদিন আজ! রাবি শিক্ষার্থীকে শ্লীলতাহানী ও ছিনতাই-এর ঘটনায় গ্রেফতার ৩! রাজশাহীতে ছয় ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভোক্তা অধিদপ্তর! রাজশাহী চিড়িয়াখানায় আবারো ডিম দিয়েছে প্রায় বিলুপ্ত প্রজাতির সেই ঘড়িয়াল! রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক সানশাইন পত্রিকার তিন যুগপূর্তি! বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্ম বার্ষিকীর আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ভূয়া সনদের বাংলাদেশ প্রতিদিন ও ডিবিসি নিউজে চাকুরী ঠাকুরগাঁওয়ে ক্ষেতমজুর সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী পালন সেনাবাহিনীর ভূয়া নিয়োগপত্র দিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার মূলহোতা আটক। ডিমলায় এস,এস,সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও নবীনদের বরণ তিতাসে কর্মী সমাবেশ ও জাতীয় পার্টিতে যোগদান অনুষ্ঠান