রাজশাহীর পদ্মা থেকে আবারও অজ্ঞাত মরদেহ উদ্ধার


রাজশাহীর পদ্মা নদী থেকে আবারও অজ্ঞাত এক মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে নগরীর গুড়িপাড়া হাইটেকপার্ক এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে।
এর আগের দিন একই যায়গায় থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছিল নৌপুলিশ।
এর একদিনের মাথায় আবারও ওই স্থান থেকেই মরদেহ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন নৌ পুলিশের রাজশাহী মহানগর ইউনিটের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবায়দুল হক।
তিনি বলেন, গতকালকের মতো শুক্রবারও একটি মরদেহ পদ্মার পাড়ে ভেসে এসেছে বলে জানায় স্থানীয়রা। সেখানে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে।
তিনি বলেন, মরদেহটিতে পচন ধরেছে। শরীরে কোন কাপড় ছিল না।
ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। দামকুড়া থানায় অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
##