রাজশাহীর পদ্মায় বাংলা নাট্যের নৌযাত্রা

মোঃ পাভেল ইসলাম।। রাজশাহী
আপডেটঃ ৩ সেপ্টেম্বর, ২০২২ | ১২:২৬ 58 ভিউ
মোঃ পাভেল ইসলাম।। রাজশাহী
আপডেটঃ ৩ সেপ্টেম্বর, ২০২২ | ১২:২৬ 58 ভিউ
Link Copied!

রাজশাহীর পদ্মা নদীতে বাংলাদেশ গ্রাম থিয়েটারের সাংস্কৃতিক অভিযাত্রা ‘বাংলা নাট্যের নৌযাত্রা’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে রাজশাহী নগরীর আলুপট্টি বটতলার পদ্মা পাড় থেকে এই নৌযাত্রা শুরু হয়। দুপুর ১২ টার দিকে জেলার চারঘাট উপজেলার বড়াল পাড়ে এই নৌযাত্রা পৌঁছায়।

বাংলাদেশ গ্রাম থিয়েটারের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন ইউসুফের নেতৃত্ব এই সাংস্কৃতিক নৌযাত্রায় ১৫টি রঙিন নৌকায় দুই শতাধিক সাংস্কৃতিক কর্মী অংশগ্রহণ করেন। বড়াল পাড়ে পৌঁছালে চারঘাট গ্রাম থিয়েটারের নেতৃবৃন্দ এবং সাংস্কৃতিক কর্মীরা তাঁদের স্বাগত জানান।

এরপর চারঘাট পদ্মা বড়াল থিয়েটারের ইলামিত্র মঞ্চ থেকে সাংস্কৃতিক অভিযাত্রায় একটি র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের হলরুমে এসে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চে মিলিত হয়।

বিজ্ঞাপন

আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনের শুরুতেই বীর মুক্তিযোদ্ধাদের অনুষ্ঠান মঞ্চে সম্মাননা দেওয়া হয়। আলোচনা সভার শুরুতে চারঘাট পদ্মা বড়াল থিয়েটারের ভারপ্রাপ্ত সভাপতি এখলাক হোসেন অতিথিদের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন।

এরপর সাংস্কৃতিক অভিযাত্রা নিয়ে বক্তব্য রাখেন, বাংলাদেশ গ্রাম থিয়েটারের সভাপতি নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু,সাধারণ সম্পাদক তৌফিক হাসান ময়না, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যত্বত্ত্ব বিভাগের অধ্যপক লুৎফর রহমান,উপজেলা পরিষদের চেয়ারম্যান ফকরুল ইসলাম,উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহরাব হোসেন,পৌর মেয়র একরামুল হক প্রমুখ।

নাসির উদ্দিন ইউসুফ বলেন,বিগত প্রায় চারদশকের বেশি সময় ধরে দেশবাপী বাংলার এতিহ্য এবং সংস্কৃতি নিয়ে কাজ করে আসছে বাংলাদেশ গ্রাম থিয়েটার।আমাদের উদ্দেশ্য বাঙালির হাজার বছরের অসাম্প্রদায়িক সাংস্কৃতিক চেতনাকে সুসংহত করে ভবিষ্যতের অভিসারী করা।তারই অংশ হিসেবে রাজশাহীর আলুপট্টি পদ্মা পাড় থেকে সাংস্কৃতিক নৌযাত্রা শুরু হয়ে চারঘাটের বড়াল পাড়ে এসে শেষ হয়েছে। পর্যায় দেশের সব জায়গায় এই সাংস্কৃতিক অভিযাত্রা করা হবে। যা আমাদের হাজার বছরের লোক সংস্কৃতিকে গণ মানুষের কাছে পৌছে দিবে।

বিজ্ঞাপন

আলোচনা সভা শেষে বাংলাদেশ গ্রাম থিয়েটারের প্রেসিডিয়াম সদস্য ও লোক গবেষক কাজী সাঈদ হোসেন দুলাল,চারঘাট পদ্মা বড়াল থিয়েটারের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক মোজাম্মেল হক ও সদস্য আজমল হকের মৃত্যুতে এক মিনিট নিরবতা পালন করা হয়।

সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে-মাথাল রাজশাহীর পরিবেশনায় গম্ভীরা,গ্রাম থিয়েটারের পরিবেশনায় আলকাপ রঙ্গরস এবং চারঘাট বড়াল থিয়েটারের পরিবেশনায় মাদার অবলম্বনে বহুরূপে আসবো ফিরে ও মনসামঙ্গল অবলম্বনে নীলমণি পরিবেশন করা হয়।

শীর্ষ সংবাদ:
বুড়িচংয়ে মসজিদে ইমামের আলোচনাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ;আহত ৯ হোমনায় প্রবাসীসহ ব্যবসায়ীকে ৩দিন থানা আটকে নির্যাতন ও ২৫লক্ষ টাকা চাঁদা দাবি, ওসি, এএসআইসহ ৩ জনের বিরুদ্ধে আদালতে মামলা ওমরাহ হজ্জে গিয়ে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী নিহত – ৮,আহত- ২৭ জন। নিরবে কাজ করে যাচ্ছেন ডাঃ এনামুল হক কুমিল্লায় ট‌্যাং কারখানায় ভোক্তা অধিকারের অ‌ভিযান,১লক্ষ ৫০ হাজার টাকা জ‌রিমানা কুমিল্লার বরুড়ায় খাল ভরাট করে ময়লার বাগাড়,মশা বাহিত রোগ ও দুর্গন্ধে নাকাল পৌরবাসি বাগাতিপাড়ায় পরকিয়ার জেরে অন্তঃস্বত্বা স্ত্রী কে পিটিয়ে হত্যা, স্বামী পলাতক তাহেরপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সভা অনুষ্ঠিত কুমিল্লা পেশাজীবী সাংবাদিক ইউনিয়নের ইফতার ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত নাটোরের সিংড়ায় ধান ভাঙানো মেশিনের ফিতায় জড়িয়ে শ্রমিকের মৃত্যু ঝিনাইদহের কোটচাঁদপুর রক্তক্ষয়ী সংঘর্ষের আহত -৯ নাটোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতির বিরুদ্ধে মাছ চুরি মারপিট ও হত্যা চেষ্টার মামলায় ছেলেসহ কারাগারে স্কুল ছাত্রীর আত্মহত্যা প্ররোচনাকারীদের বিচারের দাবিতে লাশ নিয়ে মহাসড়কে বিক্ষোভ মান্দায় জীবনের নিরাপত্ত্বাহীনতায় অসহায় পরিবারের লোকজন মোহনপুরে গ্রাহকদের অর্ধকোটি টাকা নিয়ে উধাও ডাচ্ বাংলার এজেন্ট আইনী প্রক্রিয়া শেষে ভ্যান চালকের লাশ দাফন ঝিকরগাছায় বখাটেদের ইভটিজিং এর শিকার, স্কুল ছাত্রীর আত্মহত্যা কুমিল্লার দেবিদ্বারে শিক্ষক সমিতির মানববন্ধন ও সংবাদ সম্মেলন “অত্যাচার করেছে বিএনপি-জামায়াত জোট” : প্রধানমন্ত্রী রাজশাহীতে পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় শিক্ষক আহত