রাজশাহীতে হেরোইনসহ নারী মাদক কারবারী আটক


রাজশাহী মহানগরীতে ২০০ গ্রাম হেরোইনসহ মোছাঃ সালমা বেগম (৩৪) নামে এক নারী মাদক কারবারীকে আটক করেছে RAB-5 ।
২৯ জুলাই শুক্রবার সকাল সাড়ে ৮টায় মহানগরীর বোয়ালিয়া থানাধীন শিরোইল বাসটার্মিনালের বিপরীত দিকে রেলস্টেশনের জায়গায় অবস্থিত গণশৌচাগারের বারান্দা থেকে তাকে আটক করা হয় ।
আটককৃত নারী মাদক কারবারী পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানাধীন তেলিখালি গ্রামের মৃত আতাহার আলী হাওলাদারের মেয়ে মোছাঃ সালমা বেগম ।
এই অভিযান পরিচালনা করেন RAB-5, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল ।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা গেছে, রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন শিরোইল বাসটার্মিনালের বিপরীত দিকে রেলস্টেশনে অবৈধ মাদকদ্রব্য হেরোইনসহ অবস্থান করছে ।
উক্ত সংবাদ পাওয়া মাত্রই শুক্রবার সকাল সাড়ে ৮টায় রেলস্টেশনের জায়গায় অবস্থিত গণশৌচাগারের বারান্দায় পৌছামাত্রই RAB-5 কে দেখে একজন মহিলা কৌশলে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার, ফোর্স ও নারী RAB সদস্যদের সহায়তায় তাকে ঘটনাস্থলেই আটক করা হয় ।
আটক মাদক কারবারীর বিরুদ্ধে পাকশী রেলওয়ে জেলার রাজশাহী রেলওয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬ (১) সারণী ৮(গ) ধারায় মামলা রুজুর কার্যক্রম চলমান রয়েছে ।
##