রাজশাহীতে হঠাৎ অটোচালকদের অ-ঘোষিত ধর্মঘট

Link Copied!

রাজশাহীতে হঠাৎ অটোচালকদের অ-ঘোষিত ধর্মঘট শুরু হয়েছে। রবিবার সকাল থেকে বড় অটোরিকশাগুলো রাস্তায় দেখা মিলছে না। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ পথচারীরা।
সরেজমিন ঘুরে দেখা গেছে, যে দুই-একটা অটোরিকশা চলছে, সেগুলোতে ভাড়া চাইছে দুই-তিন গুন বেশি। ভদ্রা থেকে রেলগেটের ভাড়া চাইছে ২০ টাকা। স্বাভাবিক সময়ে এ ভাড়া থাকে পাঁচ থেকে সাত টাকার মধ্যে।
অটোরিকশা মালিক সমিতির দাবি, তারা এর সাথে সম্পৃক্ত নয়। তবে অটো চালকদের হয়ে স্থানীয় একজন কাউন্সিলর উপদেষ্টা হিসেবে কাজ করছেন বলে জানা গেছে। তিনিই অটোচালকদের উসকে দিচ্ছেন ভাড়া বাড়ানোর জন্য অটোরিকশা চলাচল বন্ধ করে যাত্রীদের জিম্মি করতে।
##