রাজশাহীতে স্কুলে যাবার সময় চার ছাত্রী নিখোঁজ, থানায় মামলা


রাজশাহীর মহিষবাথান আদর্শ বালিকা উচ্চবিদ্যালয়ের চার ছাত্রী নিখোঁজ হয়েছে। গত ২৬ জুলাই মঙ্গলবার স্কুলে যাবার সময় তারা নিখোঁজ হয়।
পুলিশের ধারণা চাঁদনী নামের এক নারী তাদের পাচারের উদ্দেশ্যে ঢাকায় নিয়ে গেছে।
এ ঘটনায় ২৮ জুলাই বৃহস্পতিবার দুপুরে নগরীর রাজপাড়া থানায় একটি মামলা করেন নিখোঁজ এক ছাত্রীর হতভাগা পিতা ।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন। তিনি জানান, তাদের উদ্ধারের জন্য অভিযান চালাচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
নিখোঁজ এক শিক্ষার্থীর অভিভাবক বলেন, ভালো বেতনে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে নিয়ে যাওয়া হয় তার মেয়েকে।
নিখোঁজ চার শিক্ষার্থীর মধ্যে একজন পঞ্চম, অপর তিনজন সপ্তম এবং অষ্টম শ্রেণির ছাত্রী।
##