রাজশাহীতে শিশুর জন্ম নিবন্ধন কার্যক্রম জোরদারকরণ মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
আপডেটঃ ১৬ আগস্ট, ২০২২ | ৫:৫৭ 48 ভিউ
নিজস্ব প্রতিবেদক
আপডেটঃ ১৬ আগস্ট, ২০২২ | ৫:৫৭ 48 ভিউ
Link Copied!

রাজশাহী মহানগরী এলাকায় জন্মগ্রহণকারী সকল শিশুর জন্ম নিবন্ধন কার্যক্রম জোরদারকরণ রাজশাহী সিটি কর্পোরেশনের জন্ম ও মত্যু নিবন্ধন ব্যবস্থায়ী কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে নগর ভবনের সিটি হল সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সিটি কর্পোরেশনের সচিব মশিউর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু।

কোন শিশুই যেন জন্ম নিবন্ধন কার্যক্রম থেকে বাদ না পড়ে সে বিষয়ে সংশ্লিষ্ট ওয়ার্ডের ওয়ার্ড সচিব, ডাটাএট্রি অপারেটর ও টিমলিডারকপ আন্তরিকভাবে দায়িত্ব পালন করতে হবে।

বিজ্ঞাপন

শতভাগ জন্ম নিবন্ধন কার্যক্রম বাস্তবায়ন সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
তিনি বলেন, স্বাস্থসেবায় রাজশাহী সিটি কর্পোরেশনের রয়েছে উল্লেখযোগ্য সাফল্য। ইপিআই কার্যক্রম পরপর দশবার প্রথম স্থান অর্জন করেছে। জন্ম নিবন্ধন কার্যক্রমও আমাদের কম সাফল্য নই।

মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের বলিষ্ঠ নৃতত্ব পরিছন্নতা, স্বাস্থসেবা, পরিবেশবান্ধব এ নগরী দশের সেরা নগরীতে পরিণত হয়েছে। আমাদের এ সাফল্য অব্যাহত রাখেত হবে। ইতিমধ্যে ইউনিসেফের উদ্যোগে ওয়ার্ড পর্যায় নিরাপদ স্যানিটশন কার্যক্রম বিষয় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আগামীতে পরিছন্ন কার্যক্রম বিষয় জোরদারকরণ ওয়ার্ড পর্যায় সম্মানিত নাগরিকবিদ ও সকল প্রতিষ্ঠানের প্রতিনিধিদর নিয়ে সভা আয়োজন করা হবে।

সভায় অন্যদর মধ্য বক্তব্য দেন প্যানেল মেয়র-২ ও ১নং ওয়ার্ড কাউন্সিলর রজব আলী, ১৫নং ওয়ার্ড কাউন্সিলর আবদুস সোবহান লিটন, ৫নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান, ২৭নং ওয়ার্ড কাউন্সিলর আনায়ারুল আমিন আযব, ৬নং ওয়ার্ড কাউন্সিলর নুরুজ্জামান, প্রধান স্বাস্থ কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম।

বিজ্ঞাপন

সভায় রাসিকের ২০নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তহিদুল হক সুমন, ২নং সংরক্ষিত আসনর কাউন্সিলর আয়শা খাতুন, জন্ম-মত্যু নিবন্ধন কর্মকর্তা নাজমা খাতুন, স্বাস্থ শিক্ষা কর্মকর্তা দুলাল হাসান, সকল ওয়ার্ডর সচিবগণ, ডাটাএট্রি অপারেটর, টিম লিডারগণ উপস্থিত ছিলন।

##

শীর্ষ সংবাদ:
বুড়িচংয়ে মসজিদে ইমামের আলোচনাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ;আহত ৯ হোমনায় প্রবাসীসহ ব্যবসায়ীকে ৩দিন থানা আটকে নির্যাতন ও ২৫লক্ষ টাকা চাঁদা দাবি, ওসি, এএসআইসহ ৩ জনের বিরুদ্ধে আদালতে মামলা ওমরাহ হজ্জে গিয়ে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী নিহত – ৮,আহত- ২৭ জন। নিরবে কাজ করে যাচ্ছেন ডাঃ এনামুল হক কুমিল্লায় ট‌্যাং কারখানায় ভোক্তা অধিকারের অ‌ভিযান,১লক্ষ ৫০ হাজার টাকা জ‌রিমানা কুমিল্লার বরুড়ায় খাল ভরাট করে ময়লার বাগাড়,মশা বাহিত রোগ ও দুর্গন্ধে নাকাল পৌরবাসি বাগাতিপাড়ায় পরকিয়ার জেরে অন্তঃস্বত্বা স্ত্রী কে পিটিয়ে হত্যা, স্বামী পলাতক তাহেরপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সভা অনুষ্ঠিত কুমিল্লা পেশাজীবী সাংবাদিক ইউনিয়নের ইফতার ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত নাটোরের সিংড়ায় ধান ভাঙানো মেশিনের ফিতায় জড়িয়ে শ্রমিকের মৃত্যু ঝিনাইদহের কোটচাঁদপুর রক্তক্ষয়ী সংঘর্ষের আহত -৯ নাটোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতির বিরুদ্ধে মাছ চুরি মারপিট ও হত্যা চেষ্টার মামলায় ছেলেসহ কারাগারে স্কুল ছাত্রীর আত্মহত্যা প্ররোচনাকারীদের বিচারের দাবিতে লাশ নিয়ে মহাসড়কে বিক্ষোভ মান্দায় জীবনের নিরাপত্ত্বাহীনতায় অসহায় পরিবারের লোকজন মোহনপুরে গ্রাহকদের অর্ধকোটি টাকা নিয়ে উধাও ডাচ্ বাংলার এজেন্ট আইনী প্রক্রিয়া শেষে ভ্যান চালকের লাশ দাফন ঝিকরগাছায় বখাটেদের ইভটিজিং এর শিকার, স্কুল ছাত্রীর আত্মহত্যা কুমিল্লার দেবিদ্বারে শিক্ষক সমিতির মানববন্ধন ও সংবাদ সম্মেলন “অত্যাচার করেছে বিএনপি-জামায়াত জোট” : প্রধানমন্ত্রী রাজশাহীতে পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় শিক্ষক আহত