রাজশাহীতে পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী আটক ১২


রাজশাহী জেলা পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানে মোট ১২ জনকে আটক করা হয়েছে।
গত ২৪ ঘন্টায় রাজশাহী জেলার থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে।
আজ বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইফতে খায়ের আলমের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, তানোর থানা ০৩ জন, বাগমারা থানা ০২ জন, দুর্গাপুর থানা ০১ জন, চারঘাট মডেল থানা ০২ জন ও ডিবি পুলিশ ০৪ জনকে আটক করে। যার মধ্যে ০৪ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ০৪ জনকে মাদকদ্রব্যসহ ০৪ জনকে অন্যান্য মামলায় গ্রেফতার করা হয়েছে।
আটকৃতদের মধ্যে, ডিবি পুলিশ চারঘাট থানা এলাকায় অভিযান চালিয়ে ১নং মোঃ হাসেম রানা (৪১), ২নং মোঃ রাসেল (৩১) ও ৩নং মোসাঃ মাজুফা (২৮) গণকে ১৫ বোতল ফেন্সিডিল ৬০ গ্রাম হেরোইন এবং ১৬ পিচ ইয়াবাসহ এবং ৪নং মোঃ রিংকু আলী (২৭) কে ১৫ বোতল ফেন্সিডিলসহ আটক করে।
আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
##