রাজশাহীতে ছাত্রের চাকরির পরীক্ষা দিলেন শিক্ষক অবশেষে ধরা

নিজস্ব প্রতিবেদক
আপডেটঃ ২৭ আগস্ট, ২০২২ | ১১:৫৭ 54 ভিউ
নিজস্ব প্রতিবেদক
আপডেটঃ ২৭ আগস্ট, ২০২২ | ১১:৫৭ 54 ভিউ
Link Copied!

রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের অফিস সহকারী পদে মৌখিক পরীক্ষা দিতে এসে ‘প্রক্সি’ জালিয়াতিতে ধরা পড়েছেন সাইমুম হাসান (২৫) নামের এক চাকরিপ্রার্থী। সাইমুমের হয়ে লিখিত পরীক্ষায় অংশ নেন আরেকজন।

শনিবার সন্ধ্যায় হাতের লেখা মিলিয়ে ওই চাকরিপ্রার্থীর জালিয়াতি ধরা হয়। এ জন্য ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে এক মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

দণ্ড পাওয়া সাইমুম রাজশাহীর বাগমারা উপজেলার গঙ্গা নারায়ণপুর গ্রামের মমতাজুল ইসলামের ছেলে। তিনি ২০১৯ সালে চাঁপাইনবাবগঞ্জের একটি কলেজ থেকে মনোবিজ্ঞানে স্নাতক পাস করেছেন। জিজ্ঞাসাবাদে সাইমুম স্বীকার করেছেন, তাঁর পক্ষে লিখিত পরীক্ষায় বিকল্প একজন পরীক্ষা দিয়েছেন।

বিজ্ঞাপন

সাইমুম হাসান জানান, প্রাইভেট পড়তে গিয়ে রাজশাহীর কাশিয়াডাঙ্গা এলাকার মো. ওয়ালিদ নামের এক তরুণের সঙ্গে তাঁর পরিচয় হয়। সেই ওয়ালিদই সম্প্রতি তাঁর চাকরির লিখিত পরীক্ষা দিয়ে যান। এতে তিনি উত্তীর্ণ হন।

জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, মোট ৩৪টি পদের জন্য সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। এর মধ্যে ১৩টি পদ অফিস সহায়কের। সাইমুম ওই পদেরই প্রার্থী। শনিবার বিকেলে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের জেলা প্রশাসকের কার্যালয়ে মৌখিক পরীক্ষা নেওয়া হচ্ছিল।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরীসহ ভাইভা বোর্ডের সদস্যরা সব প্রার্থীর লিখিত পরীক্ষার খাতার সঙ্গে মৌখিক পরীক্ষার সময় হাতের লেখা মিলিয়ে দেখছিলেন। তখনই সাইমুমের হাতের লেখায় গরমিল দেখা দেয়। এরপর জিজ্ঞাসাবাদে তাঁর হয়ে আরেকজনের পরীক্ষা দেওয়ার কথা তিনি স্বীকার করেন।

বিজ্ঞাপন

জেলা প্রশাসক আবদুল জলিল বলেন, ওই পরীক্ষার্থী নিজে যে খাতায় লিখেছেন, সেই খাতায় তিনি শূন্য পেয়েছেন। আর তাঁর হয়ে যিনি খাতা জমা দিয়ে গেছেন, তিনি সর্বোচ্চ নম্বর পেয়েছেন। কিন্তু মৌখিক পরীক্ষায় তিনি কোনো প্রশ্নের উত্তর দিতে পারছিলেন না। এ ছাড়া তাঁরা লিখিত পরীক্ষার খাতার সঙ্গে মৌখিক পরীক্ষার সময় হাতের লেখা মিলিয়ে দেখতেই জালিয়াতি ধরা পড়ে।

জেলা প্রশাসক আরও বলেন, জালিয়াতির জন্য ১৮৬০ সালের পেনাল কোডের ১৮৮ ধারা মোতাবেক সাইমুমকে ভ্রাম্যমাণ আদালতে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সাইমুমের হয়ে যিনি লিখিত পরীক্ষা দিয়েছিলেন, তাঁকে ধরতে হলে মামলা করতে হবে। ওই প্রার্থীর ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে।

##

শীর্ষ সংবাদ:
জয়পুরহাটে মুরগী চুরির অপবাদ দেওয়ায় বৃদ্ধের আত্মহত্যা বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে গিয়ে বিষপান করলেন তরুণী নাটোরে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ৩০ নওগাঁর মান্দায় প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে ভাংচুরের অভিযোগ কুমিল্লায় শপিং মল ও ইফতারি বাজারে অভিযান,৩ প্রতিষ্ঠানকে জরিমানা ভোগের জন্য নয় ত্যাগের জন্য, রাজনীতি করতে হবে – প্রতিমন্ত্রী পলক কুমিল্লায় জাতীয় সাংবাদিক সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত মেঘনায় পল্লী চিকিৎসকদের প্রতারণা বেড়েই চলছে নান্দাইলে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার “নাটোরের নলডাঙ্গায় টিনসেট বসত বাড়িতে আগুন” নাটোরে বিএনপির অবস্থান কর্মসূচি ও ইফতার মাহফিলের মঞ্চ ভাঙচুর সরকার পাচঁটি মৌলিক চাহিদা পূরনে কাজ করছে : প্রতিমন্ত্রী পলক। বরুড়ায় অস্ত্র-গুলিসহ ম‌নির ডাকাত গ্রেপ্তার  তিতাসে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল একতা-বন্ধন সংগঠন এর উপদেষ্টা কাজী এনামুল হক শামীমের ইফতার পাটির আয়োজন। সিংড়ায় আড়াই শতাধিক জবাইকৃত পাখি জব্দ আজ ৩০ মার্চ লালপুরে ঐতিহাসিক ময়না দিবস গৃহবধূকে ধর্ষণচেষ্টা, পৌর কাউন্সিলর কারাগারে নাটোরে ডিবির অভিযানে ইয়াবা ও জাল টাকা সহ দুইজন আটক। দক্ষিণ বরুড়ায় সি এন জির টোকেন বাণিজ্য