রাজশাহীতে অটোরিকশা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি
আপডেটঃ ৬ আগস্ট, ২০২২ | ১১:৩৬ 141 ভিউ
নিজস্ব প্রতিনিধি
আপডেটঃ ৬ আগস্ট, ২০২২ | ১১:৩৬ 141 ভিউ
Link Copied!

রাজশাহী মহানগরীতে অটোরিকশা চুরির সঙ্গে জড়িত সংঘবদ্ধ চোরের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। নগরীর মতিহার থানার বাজে কাজলা এলাকায় অভিযান চালিয়ে ওই তিন চোরকে গ্রেপ্তার করা হয়। এসময় চুরি হয়ে যাওয়া ৪টি অটো রিকশা উদ্ধার করে র‌্যাব সদস্যরা।

গ্রেপ্তারকৃতরা হলো, নগরীর মতিহার থানার বাজে কাজলা কড়াইতলা এলাকার জাহাঙ্গীরের ছেলে বিসু আলী (২০), বাজে কাজলা ফুলতলা এলাকার মজিবর রহমানের ছেলে মনিরুল ইসলাম ওরফে মনি (২৬), মেরাজের ছেলে রুবেল (২৯)।

র‌্যাব জানায়, গতকাল দিবাগত রাতে রাজশাহী মহানগরীর মতিহার থানাধীন বাজে কাজলা (ফুলতলা) এলাকায় অভিযান চালায় র‌্যাব সদস্যরা। ওই সময় ৪টি চুরি হয়ে যাওয়া অটোরিকশাসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

র‌্যাব জানতে পারে যে, রাজশাহী মহানগরী মতিহার থানাধীন বাজে কাজলা (ফুলতলা) এলাকার মৃত আক্তার হোসেনের ছেলে শিলন হোসেনের (৩৩) অটোগাড়ি চার্জের গ্যারেজের পাশে কাঁচা রাস্তার উপর ব্যাটারী চালিত চোরাই অটো রিকশা ও ইজিবাইকসহ অবস্থান করছে। সংবাদ পেয়েই র‌্যাব সেখানে অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কতিপয় ব্যক্তি পালানোর চেষ্টাকালে বিসু আলী ও মনিরুল ইসলাম ওরফে মনিকে গ্রেপ্তার করা হয়। সেই সঙ্গে ঘটনাস্থল থেকেই চুরি হওয়া একটি অটোরিকশা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে তথ্য পাওয়া যায় যে নগরী মতিহার থানাধীন খোঁজাপুর এলাকায় (০২নং ওয়ার্ড) রুবেল (২৯) এর চার্জার গ্যারেজের ভেতর অবৈধ ব্যাটারী চালিত চোরাই অটো-রিকশা ও ইজিবাইক লুকিয়ে মজুদ করে রাখছে। পরবর্তীতে রাজশাহী মহানগরী মতিহার থানাধীন খোঁজাপুরে রুবেল (২৯) এর চার্জার গ্যারেজের ভেতর থেকে আরো ০৩টি অটো রিকশা উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করে যে, তারা ও তাদের পলাতক সহযোগী অজ্ঞাতনামা সংঘবদ্ধ চোরেরাসহ সঙ্গোপনে অজ্ঞাত স্থান হতে ব্যাটারী চালিত অটো রিকশা ও ইজি বাইক চুরি করে বিভিন্ন অজ্ঞাতনামা ব্যক্তির নিকট বিক্রয় ও পার্টস খুলে নষ্ট ইজি বাইক ও অটো রিকশায় সংযোজন করে দীর্ঘদিন ধরে বিক্রয় করে আসছে। এ ঘটনায় মতিহার থানায় মামলা দায়ের করা হয়েছে।

বিজ্ঞাপন

##

শীর্ষ সংবাদ:
বঙ্গবন্ধুর ম্যুরাল ও শহীদ কামারুজ্জামানের সমাধিতে ভারতীয় অতিথিদের শ্রদ্ধাঞ্জলি অর্পণ! জয়পুরহাটে তাজপুর উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠিত জয়পুরহাটে ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষণা বদলগাছীতে ৫৪ তম পাহাড়পুর আদিবাসী স্কুলে দুই দিন ব্যাপী ক্রিড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত রাধানগর ইউনিয়ন যুবলীগের ওয়ার্ড ত্রি-বার্ষিক সম্মেলন সভা অনুষ্ঠিত রাণীনগরে ইউনিয়ন আওয়ামীলীগ ও ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত রাজশাহী ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রয়াত বেলাল হোসেন চতুর্থতম মৃত্যুবার্ষিকী রাজশাহীতে আশার তিনদিন ব্যাপী ফিজিওথেরাপী ক্যাম্প শুরু! সিংড়ায় সারাদিন ব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী অনুষ্ঠিত সাংবাদিক পুত্র-মুগ্ধর জন্মদিন আজ! রাবি শিক্ষার্থীকে শ্লীলতাহানী ও ছিনতাই-এর ঘটনায় গ্রেফতার ৩! রাজশাহীতে ছয় ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভোক্তা অধিদপ্তর! রাজশাহী চিড়িয়াখানায় আবারো ডিম দিয়েছে প্রায় বিলুপ্ত প্রজাতির সেই ঘড়িয়াল! রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক সানশাইন পত্রিকার তিন যুগপূর্তি! বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্ম বার্ষিকীর আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ভূয়া সনদের বাংলাদেশ প্রতিদিন ও ডিবিসি নিউজে চাকুরী ঠাকুরগাঁওয়ে ক্ষেতমজুর সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী পালন সেনাবাহিনীর ভূয়া নিয়োগপত্র দিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার মূলহোতা আটক। ডিমলায় এস,এস,সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও নবীনদের বরণ তিতাসে কর্মী সমাবেশ ও জাতীয় পার্টিতে যোগদান অনুষ্ঠান