যুব দিবস উপলক্ষে কক্সবাজারে উদযাপন জলবায়ু টিম সাদা’র জলবায়ু অবরোধ

কক্সবাজার প্রতিনিধি
আপডেটঃ ১২ আগস্ট, ২০২২ | ৯:১৮ 68 ভিউ
কক্সবাজার প্রতিনিধি
আপডেটঃ ১২ আগস্ট, ২০২২ | ৯:১৮ 68 ভিউ
Link Copied!

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে কক্সবাজার সদরের বদরমোকাম রোডস্থ কস্তুরাঘাট বেড়িবাঁধে সাদার কক্সবাজার টিমের আয়োজনে সামাজিক দূরত্ব বজায় রেখে এবছর যুব দিবসের প্রতিপাদ্য “আন্তঃপ্রজন্ম সংহতি” কে সামনে রেখে কক্সবাজারের যুব “এক্টিভিস্টা” দের উপস্থিতিতে জলবায়ু অবরোধ কর্মসূচীর মাধ্যেমে যুব দিবস উদযাপন করা হয়।

সোশ্যাল এসোসিয়েশন ফর ডেভেলপমেন্ট আল্টার্নেটিভ – (সাদা) এবং গ্লোবাল প্লাটফর্ম বাংলাদেশের যৌথ উদ্যোগে কক্সবাজারের যুব ‘এক্টিভিস্টা’ দের অংশগ্রহণের মাধ্যমে ২ মাস ব্যাপী জলবায়ু ধর্মঘট ক্যাম্পেইনের অংশ হিসাবে আজকের যুব দিবস উদযাপিত হয়।

উক্ত কর্মসূচিতে জলবায়ুর নায্য বিচার পাওয়ার দাবি, পাহাড়-টিলা কাটা বন্ধের দাবি, পরিস্কার ও পরিচ্ছন্ন পরিবেশ সংরক্ষণ ও দেশের নদী রক্ষায় আদালতের রায়সমূহ যথাযথভাবে মেনে কক্সবাজারের সব নদী বিশেষ করে বাকখালী ও কুহেলিয়া নদী পুনরুদ্ধার ও সংরক্ষণের সহ বিভিন্ন দাবি জানানো হয়।

বিজ্ঞাপন

আমরা প্রত্যকেই এই মুহূর্তে উদ্বিগ্ন এজন্যে যে, জলবায়ু পরিবর্তনের অভিঘাতের ফলে সমগ্র পৃথিবী আজ কঠিন ও সংকটাপন্ন সময় পার করছে। তার মধ্যে, বাংলাদেশ এ শতাব্দীর শুরু থেকে নানা সময়ে অত্যন্ত ক্ষতির শিকার হয়ে আসছে।

বিশেষ করে বাংলাদেশের সিলেটে সাম্প্রতিক সময়ে ভয়াবহ বন্যা, অতিবৃষ্টি ও মাত্রা অতিরিক্ত অতি বেগুনী রশ্নি সমূহ মানুষের বসবাস ও জীবন যাপন যাপনকে সংকটময় করেছে ।

এমতাবস্থায়, জলবায়ু পরিবর্তনের অভিঘাতের ফলে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর মাঝে প্রশমন ও অভিযোজন কৌশল সম্পর্কে সচেতন করে তোলা ও ভবিষ্যৎ প্রজন্মকে জলবায়ু পরিবর্তনের ক্ষতি সম্পর্কে জানানো অতীব প্রয়োজন।

বিজ্ঞাপন

এ সময় অনুষ্ঠিত জলবায়ু ধর্মঘটে উপস্থিত ছিলেন সাদা কক্সবাজার টিমের জেলা সমন্বয়ক শাহরুখ করিম , কক্সবাজার জেলা জলবায়ু ক্যাম্পেইনের ডিপুটি টিম লিডার আমির হাসান রাব্বি ও সাদা কক্সবাজার টিমের এর সকল সদস্য।

এ সময় বক্তারা বলেন, বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন একটি সংকট হিসেবে উপস্থিত হয়েছে। এটি শুধু যে দরিদ্র ও উন্নয়নশীল রাষ্ট্রগুলোকে ক্ষতিগ্রস্ত করছে তা নয় বরং উন্নত রাষ্ট্রগুলোর উপরও ব্যাপক প্রভাব ফেলছে।

তারা বলেন, বাংলাদেশ জলবায়ু সংকটে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে অন্যতম্ বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে যে ক্ষতিপূরণ পাওয়ার কথা তা পাচ্ছে না।
সভার বক্তব্যে সাদা কক্সবাজার টিমের সমন্বয়ক শাহরুখ করিম বলেন, “বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের প্রভাব বাড়ছে। বাংলাদেশে পুনঃপুন প্রাকৃতিক দূর্যোগ যেমন পাহাড় ধ্বস, ফ্লাশ-বন্যা, খরা, নদীভাঙ্গণ বাড়ছে।

বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী নয় এমন একটি দেশ৷ কিন্তু শিল্পোন্নত দেশগুলোর কার্বন নিঃসরণ বাংলাদেশকে দিনদিন অরক্ষিত করে ফেলছে। তাই পৃথিবীকে বাঁচাতে আমাদেরই এগিয়ে আসতে হবে।

##

শীর্ষ সংবাদ:
নান্দাইলে বাড়ির সীমানাকে ক্রেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত -১ চারঘাটের কুখ্যৎ মাদক সম্রাট কালু মদাক ও অস্ত্রসহ গ্রেপ্তার! রাজশাহীতে ডিবির অভিযানে ৪ লাখ টাকার ফেনসিডিলসহ গ্রেপ্তার ৪! রাজশাহীতে ক্রেতা সেজে মোটরসাইকেল চুরি,আটক ১! রাজশাহী শাহমুখদুম থানায় কাভার্ড ভ্যান-সহ ৪ চোর গ্রেপ্তার! নান্দাইলে আল আমিনকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার -১ লালপুরে ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু নাটোরের গুরুদাসপুরে বাসের ধাক্কায় এক নারী নিহত আগুনে পুড়ে নিঃস্ব হয়ে গেলো স্বপন দেবনাথের একমাত্র বসতঘর। মান্দায় জমি সংক্রান্ত বিরোধে ১৩ জন আহত সিংড়ায় রাস্তা নির্মাণ কাজের ধীরগতি,শ্রমিক অফিসে উল্টে পড়ল ট্রাক দুর্গাপুরে ওএমএস ডিলারের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন নান্দাইলে বিশ্ব যক্ষা দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত। রাজশাহীতে বিয়ের নাটক করে তরুণীকে দিনের পর দিন ধর্ষণের অভিযোগ প্রেমিকের বিরুদ্ধে! নান্দাইলের জাহাঙ্গীর পুরে দায়ের কোপের আঘাতে নিহত-১ ও আহত-১ মহাদেবপুরে গৃহহীন ও ভুমিহীনদের মধ্যে ঘর বাড়ি বিতরণে প্রেস ব্রিফিং রাজশাহীতে শিশু ধর্ষণের দায়ে প্রতিবেশীর যাবজ্জীবন! ‘স্মার্ট বাংলাদেশ ও গুজব প্রতিরোধ’ শীর্ষক মতবিনিময় সভা! জয়পুরহাটে চলাচল শুরুর আগেই হুমকিতে সেতু ভূমিহীন-গৃহহীন পরিবারকে চতুর্থ পর্যায়ে জমি ও গৃহ হস্তান্তরের শুভ উদ্বোধন